সিরাজগঞ্জ

ইমনের জন্য ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

আব্দুল কুদ্দুস তালুকদার-

১৫/২/২০১৯ তারিখে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা মার্কার প্রার্থী এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমনকে বিজয়ী করার লক্ষ্যে সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা গত সোমবার বেলা এগারটায় ইউপি অফিসে নুরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খোন্দকার শরীফুল আলম শরীফ। এছাড়া বিশেষ অতিথি হিসাবে হিসাবে আরও উপস্থিত ছিলেন প্রার্থী সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য ইমন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমজাদ হোসেন ছানা, সদস্য পরিমল কুমার পোদ্দার, বরুন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু হেনা মোঃ মোস্তফা কামাল রিপন, যুগ্ম সাধারন সম্পাদক তারিকুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি সানোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল হক, আব্দুল মোনাফ, নির্মান শ্রমিক ইউনিয়ন নেতা সোরাপ হোসেন প্রমূখ। সভায় নেতৃবৃন্দ সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে ইউনিয়নের সর্বস্তরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন পরিশ্রম করে নৌকার বিপুল বিজয় ছিনিয়ে এনেছেন ঐভাবে জাতির জনকের প্রতীক, শেখ হাসিনার প্রতীক, ইমন তালুকদারের প্রতীক, স্বাধীনতার প্রতীক নৌকার বিজয়ের লক্ষ্যে সর্বাত্মকভাবে সবাইকে কাজ করার আহ্বান জানান।