ইকবাল হাসান মাহমুদ টুকুকে বি.এন.পি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় বেলকুচিতে দোয়া মাহফিল,আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়।
খাইরুল ইসলাম, (স্টাফ রিপোর্টার) ঃ
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে বি.এন.পির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় বেলকুচি উপজেলা বি.এন.পি ও পৌর শাখা এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়। ২১ জুন ২০১৯ খ্রিঃ রোজ শুক্রবার বিকেল ৫. ০০ ঘটিকায় বেলকুচি উপজেলার সেন ভাংগাবাড়ী ইউনিয়নে অস্থায়ী কার্যালয়ে এই অভিনন্দন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেলকুচি উপজেলা বিএনপির উদ্যোগে ও উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষা আব্দুল মান্নান সরকারে সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ গ্রহণ ক করেন বেলকুচি উপজেলা বিএনপির সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জের গর্বিত কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে বেলকুচি উপজেলা বিএনপির পক্ষ থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তার গতিশীল নেতৃত্বের সফলতা ও সমৃদ্ধি কামনা করছি। বক্তারা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তিসহ সকল আন্দোলনকে বেগবান ও সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।’ পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। উক্ত দোয়া মাহফিল, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে বেলকুচি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী ও সমর্থক এ সময় উপস্থিত ছিলেন।