ইউরিয়া ও ফিটকিরি মিশিয়ে মুড়ি তৈরি, এসিল্যান্ডের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ

পবিত্র মাহে রমজানে ইফতারী আইটেমের অন্যতম প্রধান সামগ্রী হচ্ছে মুড়ি। আর সেই মুড়ি তৈরি হচ্ছে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ইউরিয়া ও ফিটকিরি দিয়ে। অসাধু ব্যবসায়ীরা সামান্য কিছু লাভের আসায় লোভের বশবর্তী হয়ে ক্রেতা সাধারণের আকর্ষণের জন্য মুড়িকে ধবধবে সাদা ও মুচমুচে করতে ইউরিয়া ও ফিটকিরি মিশিয়ে থাকেন। সিরাজগঞ্জ সদরের বনবাড়ীয়ার মা মুড়ি ও চিড়ার মিলে এমন চিত্র উঠে আসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। উক্ত মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ গতকাল শনিবার দুপুরে এই দন্ডাদেশ দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের বনবাড়ীয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ইউরিয়া ও ফিটকিরি মিশিয়ে মুড়ি উৎপাদন ও প্রক্রিয়াকরণ দেখতে পান আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইউরিয়া ও ফিটকিরি মিশিয়ে মুড়ি তৈরী, পরিবেশের ছাড়পত্র না থাকা, ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকা, কলখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সনদপত্র না থাকা, মুড়ির প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে মা মুড়ি ও চিড়া মিলের মালিক মোঃ আঃ রশিদ এর নামে মামলা দিয়ে ২৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করেন ভ্রাম্যমাণ আদালত । ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় এ দন্ডাদেশ দিয়েছেন আদালত। উক্ত অভিযানে সহযোগিতা করেন পৌর সহকারী ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বনবাড়ীয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খন্দকার তারিকুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.