কাজিপুর

ইউপি সদস্য শফিকুলের বিরুদ্ধে বিধবা ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছেে

নিজস্ব প্রতিবেদকঃ

কাজিপুর উপজেলাধীন সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলামের বিরুদ্ধে বিধবা ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। 
এছাড়াও সদবা নারীকে বিধবা দেখিয়ে মাসে মাসে টাকা উত্তোলনসহ নানা অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে একাধিক লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীরা। 

সরেজমিনে ভুক্তভোগীরা জানায়, ইউপি সদস্য শফিকুল ভোটারদের বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে ভোটার আইডি (এনআইডি) কার্ডের ফটোকপি ও ছবিসহ অন্যান্য কাগজপত্র জমা নেয়। পরবর্তীতে নিজের  সুবিধামত কাজে ব্যবহার করে। রৌহাবাড়ি গ্ৰামের মৃত হাসানের ছেলে পলাশ ও সুমন জানায়, তাদের মা অহেলা বিধবা ভাতার আওতায় সুবিধাভোগী ছিলেন, গত ৩০ জুন ২০২০ইং তারিখে  মারা যাওয়ার আগ পর্যন্ত ২৫ হাজার টাকা তিনি উত্তোলন না করে রেখে দেন। অহেলা মারা যাওয়ার পর তার ভাতা শাহিনা খাতুনের নামে প্রতিস্থাপন করা হয়, শাহিনার কার্ড দেখে ২৫ হাজার টাকা উত্তোলনের প্রমাণ মেলে। 
শাহিনা জানায় উল্লেখিত টাকা শফিকুল মেম্বার তুলে নিয়েছে। 
একই গ্ৰামের মৃত এন্তাজ আলীর ছেলে মমতাজ উদ্দিন পেশায় ভ্যান চালক, সুঠাম ও কর্মঠ হিসেবে পরিচিত, প্রতিবন্ধী সুবিধাভোগী তালিকায় তার নাম দেখে নিজেই বিস্ময় প্রকাশ করে। 

সকল অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, ” কাজ করতে গেলে শয়তানের ভুল হয়না, ভুল হয় মানুষের। তালিকা তৈরি করতে ভূলবসত কয়েকটি নাম আসতে পারে। তবে আমি কোন অপরাধের সাথে জড়িত নই। 
কাজিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলাউদ্দিন বলেন, বিষয়গুলো নিয়ে মাসিক সভায় আলোচনা হয়েছে, যাচাই-বাছাই করতে হবে।