উল্লাপাড়া

ইউপি নির্বাচনে উল্লাপাড়ায় চেয়ারম্যান পদে নৌকায় বিজয়ী ১২ জন -১টিতে স্বতন্ত্র

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ তৃতীয় ধাপে রবিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দু’একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে প্রায় সংঘাতমুক্ত উপজেলার ১৩ ইউনিয়নের ১৪৮ টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদ রানা ।

তিনি আরো জানান উল্লাপাড়া উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১২টিতে আওয়ামীলীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছে।

১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীরা হলেন- উল্লাপাড়া উপজেলার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নে মোঃ রফিকুল ইসলাম নৌকা প্রতিকে পেয়েছেন ১০ হাজার ৫শ’৮০ ভোট। নিবটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মোঃ সাগর আলী ঘোড়া প্রতিক পেয়েছেন ৬ হাজার ৫১১ ভোট।

বাঙ্গালা ইউনিয়নে মোঃ সোহেল রানা নৌকা প্রতিকে পেয়েছেন ৯ হাজার ৭শ’ ১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু হানিফ মোটরসাইকেল পেয়েছেন ৫ হাজার ৭শ’১৪ ভোট। উধুনিয়া ইউনিয়নে মোঃ রেজাউল করিম নৌকা প্রতিকে পেয়েছেন ৯ হাজার ৯শ’৩১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মোঃ মনজিলুর রহমান ঘোড়া প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৫শ ৭৮ ভোট। বড়পাঙ্গাসী ইউনিয়নে মোঃ হুমায়ন কবির লিটন নৌকা প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৮শ ৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৪শ’৬৮ ভোট।

মোহনপুর ইউনিয়নে মোঃ আবুল কালাম আজাদ নৌকা প্রতিকে পেয়েছেন ৯ হাজার ৭শ ১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল হোসেন ঘোড়া প্রতিকে পেয়েছেন ৯ হাজার ৬০ ভোট। দূর্গানগর ইউনিয়নে মোঃ আফছার আলী নৌকা প্রতিকে পেয়েছেন ৯ হাজার ২শ১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মোঃ কারেকুল ইসলাম অটোরিক্স পেয়েছেন ৭ হাজার ৯শ ৫১ ভোট। পূর্নিমাগাঁতী ইউনিয়নে মোঃ রেজাউল ইসলাম তপন নৌকা প্রতিকে পেয়েছেন ১২ হাজার ৮শ’২৩ জন। তার নিকটতম প্রকিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মোঃ আল আমিন মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৫শ ২১ ভোট। সলঙ্গা ইউনিয়নে মোঃ মোখলেসুর রহমান নৌকা প্রতিকে পেয়েছেন ২১ হাজার ৫শ ১৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মোঃ ফোরহাদ আলী হাতপাখা প্রতিকে পেয়েছেন ৭শ ১৪ ভোট। হাটিকুমরুল ইউনিয়নে মোঃ হেদায়েতুল আলম নৌকা প্রতিকে পেয়েছেন ১৮ হাজার ৯শ ৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মোঃ আরাফাত রহমান চশমা প্রতিকে পেয়েছেন ৭ হাজার ১৯ ভোট। উল্লাপাড়া সদর ইউনিয়নে মোঃ আব্দুস সালেক নৌকা প্রতিকে পেয়েছেন ১০ হাজার ৩শ ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম আনারস প্রতিকে পেয়েছেন ১হাজার ৭শ ৪৭ ভোট।

পঞ্চক্রোশী ইউনিয়নে মোঃ ফিরোজ উদ্দিন নৌকা প্রতিকে পেয়েছেন ১২ হাজার ৬ শ ৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মোঃ আরিফুল ইসলাম ঘোড়া প্রতিকে পেয়েছেন ৭ হাজার ১শ ৪৯ ভোট। উল্লাপাড়া সলপ ইউনিয়নে মোঃ শওকত ওসমান নৌকা প্রতিকে পেয়েছেন ১৬ হাজার ৪শ ২৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী খোন্দকার শহিদুল ইসলাম চশমা প্রতিকে পেয়েছেন ১হাজার ১শ ৭৬ ভোট। ১৪ নং কয়ড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলহাজ গাজী মোঃ খোরশেদ আলম মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৮ হাজার ৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি নৌকার পার্থী মোঃ হেলাল উদ্দিন নৌকা প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৬শ ৪১ ভোট। ১৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে কয়ড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকী ১২ টি ইউনিয়নে নৌকা প্রতিকের ১২ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

এ উপজেলায় ১৩ টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৫৪ জন, পুরুষ সদস্য পদে ৪৭৭ জন,মহিলা সদস্য ১৪২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ১৩ টি ইউনিয়নে ভোটার ছিল ৩লাখ ৫২ হাজার ৩৪ জন। এর মধ্যে নারী ১লাখ ৭১ হাজার ৬ জন। পুরুষ ১লাখ ৮১ হাজার ২৬ জন। মোট ১৪৮ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে । মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ ০১৭৮৪৪৫১৬১৬ ২৯/১১/২০২১