ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার লক্ষ্যে শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের প্রস্তুতি।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৩ ” উপলক্ষে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ক ভিত্তিক কুইজ ও ক্যাবিং প্রতিযোগিতার লক্ষ্যে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী-২০২৩) সকালে শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমল মতি শিশুশিক্ষার্থীদের আবৃত্তি ও সংগীত পরিবেশন করার লক্ষ্যে প্রস্তুতি হিসেবে প্রশিক্ষণ করাচ্ছেন – অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আমিনুর ইসলাম। তিনি বলেন, মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং উন্নতশীল দেশে পরিনত করতে শিশু-কিশোর শিক্ষার্থীদেরকে সুশিক্ষা দানের পাশাপাশি খেলাধূলা, সাহিত্য -সংস্কৃতি চর্চা করার জন্য তাগিদ দিয়েছেন। এজন্য আজকের শিশু-কিশোর শিক্ষার্থীদের সুন্দর ভাবে গড়ে তোলার জন্য শারীরিক মানসিক স্বাস্থ্যের সমন্বয়ে গড়ে তুলতে হবে। কোমলমতি শিশুদের সংগীত, নৃত্য, আবৃত্তি ও খেলাধুলার মাধ্যমে শিশুর মানসিক ও শারীরিক তথা বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে সব শিশুরা শৈশব সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ পায় তারা মেধাবী ও বুদ্ধিমান হয়। আসুন আমরা সবাই মিলে শিশুর দক্ষতা বৃদ্ধিতে সু-শিক্ষা দানের পাশাপাশি আবৃত্তি, নাচ,গান, নাটক, চিত্রান্কন, বিতর্ক প্রতিযোগিতা এবং খেলাধূলায় মনোনিবেশ করাই এজন্য সকল পরিবারে উৎসাহ ও সহযোগিতা কামনা করছিন।