আসুন সবাই মিলেমিশে প্রধানমন্ত্রীর উন্নয়ন কাজে অংশ নেই – সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
বেলকুচি প্রতিনিধি :
সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, আসুন সবাই মিলে মিশে জননে্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন কাজে অংশ নেই। নতুন-পুরাতন বলতে কোন কথা নয়। যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী জামাত ব্যতীত অন্য যে দলেরই নেতা-কর্মী হোক দেশের অগ্রগতীতে সবারই ভুমিকা পালন করতে হবে। আমাদের দেশকে ৪১ সালের মধ্যে পৃথিবীর বুকে উন্নত আধুনিক রাষ্ট্রে পরিনত করতেই হবে। তাই আমাদের দলে আসা নতুন-পুরাতন বলতে কোন কথা নয় সবাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অবলম্বন করে উন্নয়ন শান্তি ও নেত্রী শেখ হাসিনার কাজে অংশ নিতে হবে। এ ছাড়া আমাদের বিকল্প কিছু নাই। তিনি শুক্রবার বিকেলে বেলকুচি উপজেলার কামারপাড়ায় এলাকার বওড়া, মাহমুদপুর ও কামারপাড়া এলাকার বিএনপি থেকে ৪ শতাধীক নেতা-কর্মীর আওয়ামীলীগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদান কালে এসব কথা বলেন। এসময় বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউসুফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুল হামীদ আকন্দ, সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, গাজী আব্দুল মালেক, যুবলীগ নেতা ইউসুফ আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা শহিদুল ইসলাম, কামাল আহমেদ, প্রমুখ বক্তব্য রাখেন।