শাহজাদপুর

আসামি পালানোর ঘটনায় ২ কনস্টেবল প্রত্যাহার- শাহজাদপুরের

সিরাজগঞ্জের শাহজাদপুরে হ্যান্ডকাপসহ মাদক মামলার দুই আসামি পালানোর ঘটনায় দুই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

২৯ এপ্রিল রোববার দুপুরে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, শাহজাদপুর আমলী আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল মো. আব্দুল হাই ও বিদ্যুৎ কুমারকে শনিবার রাতে প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরো জানান, শনিবার সন্ধ্যায় ওই দুই কনস্টেবল দুই আসামিকে শাহজাদপুর আমলী আদালত থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে সিরাজগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাচ্ছিলেন। এসময় হ্যান্ডকাপ পরা অবস্থায় দুই আসামি পালিয়ে যান। ওই আসামিরা হলেন শাহজাদপুর পৌরসভার দারিয়াপুর মহল্লার মৃত দুলালের ছেলে চান্নু শেখ (২৫) এবং কান্দাপাড়ার শহীদ আলী প্রামাণিকের ছেলে আতাউর রমহান ওরফে আতা শেখ (৩৪)। রাতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এছাড়া এ ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে রাতে ওই দুই কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে পলাতক আসামিদের মধ্যে আতাউর রহমান ওরফে আতা শেখকে রাতেই গ্রেফতার করা হয়। চান্নু শেখ এখনও পলাতক।