আসামি ধরতে নদীতে ঝাঁপ, প্রাণ গেল এসআইয়ের
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় গ্রেপ্তার হওয়া আসামি নাজমুল ইসলামকে সঙ্গে নিয়ে চোরাই মাল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে পুলিশের উপ পরিদর্শক মোঃ রেজাউল করিমের (৪৫) মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় উল্লাপাড়া উজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপকান্দি এলাকায় স্বরসতী নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন-আর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে সলঙ্গা থানা এলাকা থেকে আসামি নাজমুল ইসলামকে গ্রেপ্তার করে। সোমবার সকাল ১০ টার দিকে তাকে নিয়ে চোরাই মাল উদ্ধার করতে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার স্বরসতী নদীর পাড়ে যান । এ সময় আসামি নাজমুল ইসলাম হঠাৎ করেই নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । আসামিকে ধরতে পোশাক পরিহিত অবস্থায় এসআই রেজাউলও নদীতে ঝাঁপ দিলে স্রোতের ঘূর্ণিতে তিনি ডুবে যান ।নাজমুল সাঁতারায়ে পালিয়ে যায় । অনেক খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করেন । পরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । মর্মান্তিক এ মুত্যুতে পুলিশ সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে । মৃত উপ-পরিদর্শক রেজাউল করিমের বাড়ি নওগাঁ জেলার পত্নিতলায় ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১৫/০৭/২০২৪