লাইফস্টাইল

আসছে “বাকেট এন্ড সকেট”-এর নতুন পর্ব

গ্রামের ছেলে তাইজুল। নতুন এসেছে ঢাকা শহরে, থাকে তার ওস্তাদের কাছে। তার ওস্তাদের নাম বাকেট।তার ওস্তাদ আবার ঢাকা শহরের বিখ্যাত ছিনতাইকারী। ওস্তাদ তাইজুল কে নিজের কাছে রেখে, নিজ খরচেতাইজুলের সব খরচ বহন করে, আবার ছিনতাই করার বিভিন্ন কৌশল ও শেখায়। উদ্দেশ্য তাইজুল কে তার সাগরেদ বানানো এবং তাইজুল কে দিয়ে ছিনতাই করানো। তাই ওস্তাদ তাইজুল এর নাম পরিবর্তন করে রাখে সকেট। কিন্তু বোকাসোকা তাইজুল কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। তার ওস্তাদ তার ওপর অনেক হতাশ। ওস্তাদের এই হতাশা দেখে তাইজুল দৃঢ়সংকল্প করে এবার সে সফল হবেই। শেষমেশ তাইজুল কি পেরেছিল সফল ভাবে ছিনতাই করতে? পারলে কিভাবে করল ? আর তারপরই বা কি হল? এমন মজার এক কাহিনী নিয়ে বানানো “সোশ্যাল লাইট বিডি” এর “বাকেট এন্ড সকেট” পরবর্তী ঘটনা জানতে চোখ রাখুন আগামীকাল ঠিক রাত ৯:৩০ মিনিটে SFlix এর ইউটিউব চ্যানেল এ। রচনায়ঃ সুজিত বিশ্বাস এবং পরিচালনায়ঃ আজাদ কালাম। অভিনয়ে রয়েছেনঃ আরফান আহমেদ, আশোতোষ সুজন, আদিবা, স্লোগান সহ আরও অনেকে। প্রযোজনায়ঃ “সোশ্যাল লাইট বিডি”।