আলোর শিখা হাতে শপথ বাক্য পাঠ করালেন এমপি মেরিনা জাহান কবিতা
জহুরুল ইসলাম, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আলোর শিখা হাতে আওয়ামী লীগের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করালেন প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌর সদরের শক্তিপুরস্থ নূরজাহান ভবনে এ শপথ বাক্য পাঠ করানোর সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল,
সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান হিরোক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হাসান সুনাম, সাধারণ সম্পাদক রাসেল শেখ প্রমুখ। এ সময় অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন, সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বঙ্গবন্ধুর আদর্শে অন্তর আলোকিত করতে হবে। #
জহুরুল ইসলাম
শাহজাদপুর