“আলোর পথে সিরাজগঞ্জ” এর আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
আলোর পথে সিরাজগঞ্জ এর আয়োজনে, হাফেজ্জী হুযুর রহঃ সেবা সংস্থা এর সার্বিক সহযোগিতায়, উল্লাপাড়াতে ৫০টি অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত, দুস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতারণ করা হয়েছে। বুধবার (১৪আগস্ট) সকালে উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া কবরস্থানের পাশে অসহায় ও দুস্থদের মাঝে এই মাংস বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক শুভ কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম শুভ, উপদেষ্টা পরিষদের সদস্য রাশেদ মামুন, পল্লী চিকিৎসক ফারুক আহমেদ সহ আলোর পথে সিরাজগঞ্জ এবং হাফেজ্জী হুযুর রহঃ সেবা সংস্থা এর অন্যান্য সদস্যবৃন্দ