আলোর পথের উদ্যগে উল্লাপাড়ায় মানবতার দেয়ালের উদ্ভোধন।
শুভ ঘোষ, বিশেষ প্রতিনিধিঃ
ফেসবুক গ্রুপ” আলোর পথে অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন সিরাজগঞ্জ”এর পক্ষ থেকে আজ উল্লাপাড়া বিজ্ঞান কলেজ এর নিকটে একটা”মানবতার দেয়াল” এর উদ্বোধন করা হল। আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান ও প্রয়োজনীয় জিনিস নিয়ে যান এর ব্যানারে তৈরিকৃত মানবতার দেয়ালের প্রধান লক্ষ্যই হলো যাদের অপ্রয়োজনীয় জিনিস থাকবে তারা রেখে যাবে এবং ওইখান থেকে কারো প্রয়োজনীয় কিছু থাকলে নিয়ে যাবে। মূলত স্বল্প আয়ের ও অপারগ শ্রেণীর মানুষ দের কথা বিবেচনা করেই এমন মানবতার উদ্যোগ। এই সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া আকবার আলী কলেজ এর সিনিয়র শিক্ষক জনাব মোঃ শামিম রেজা, পৌর কাউন্সিল শহিদুল ইসলাম, উল্লাপাড়া চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ জাহাঙ্গীর হোসেন সহ আমাদের ফেসবুক গ্রুপ আলোর পথে অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন সিরাজগঞ্জ এর সদস্য বৃন্দ। এসময় সংগঠনের সকল সদস্য সবার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের আশা পরবর্তীতে সিরাজগঞ্জ শহরে খুব দ্রুতই আরেকটি “মানবতার দেয়াল” করতে পারবেন।