শিল্প-সাহিত্য

আরিফুল ইসলামের কবিতা “দেশ নেত্রী “

“দেশ নেত্রী “

মোঃ আরিফুল ইসলাম

জনতার কন্ঠে জাগ্রত পুরো মাঠ ।

রক্ত দিয়েছি , দিবো আরো ..

ছাড়বো না গণতনত্র , করবো মুক্ত ..

বাংলার দামাল ছেলেরা , হও জাগ্রত ।

নীর অপরাধ, নীর অপরাধী ,

মোদের দেশ নেত্রী ।

সে আজ কারাগারে বন্দী .. করো তারে মুক্তি ,

তিনি যে মোদের দেশ নেত্রী

করো তারে মুক্তি ।