জাতীয়

আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে পৌরসভার মোহাম্মদপুর এলাকায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মারা যাওয়া ব্যক্তির নাম মোহাম্মদ ইলিয়াস (৫২)। তিনি পৌরসভার সিকদারবাড়ির মোহাম্মদ মনির আহমদের ছেলে। পেশায় দিনমজুর। গতকাল বিকেলে পাশের বাড়িতে আম পাড়ার জন্য গাছে ওঠেন তিনি। আম পাড়ার সময় হঠাৎ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন সঙ্গে সঙ্গে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।