রায়গঞ্জ/সলঙ্গা

আম কুড়াতে গিয়ে বৃদ্ধার মৃত্যু-সিরাজগঞ্জে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আম কুড়াতে গিয়ে ডাল ভেঙে মাথায় পড়ে মারা গেছেন এক বয়স্ক নারী।সোমবার সকালে উপজেলার রায়গঞ্জ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের দাশেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই এলাকার দুলাল হোসেন বলেন, ডাল ভেঙে মাথায় পড়ে ওই বৃদ্ধার মাথা ফেটে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ছয়টার দিকে হঠাৎ করে দমকা বাতাস শুরু হয়। বাড়ির পাশে একটি আমবাগানে আম কুড়াতে যান মৃত হারুন আলী শেখের স্ত্রী রহিমা বেগম । এ সময় আমগাছের একটি ডাল ভেঙে তাঁর মাথার ওপরে পড়ে। ডালের নিচে চাপা পড়ে সেখানেই তাঁর মৃত্যু ঘটে। বাড়ির লোকজন খোঁজ করে সেখান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে।

রায়গঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।