সিরাজগঞ্জ

“আমার গাঁও” এম,এ রহিম খন্দকার

“আমার গাঁও”
এম,এ রহিম খন্দকার
মালতি নগর, সলঙ্গা, সিরাজগঞ্জ।

গাঁয়ের নামটি মালতী নগর
গাঁও তো নয় ভাই রূপের সাগর।
শাপলা ফোটে গাঁয়ের বিলে
কোকিল ডাকে হিজল ডালে।
কৃষ্ণচূড়ায় রাঙায় ধরা
চৈত্রমাসের প্রখর খরা।

এই গাঁয়ের ভাই এমন সুধা
গাঁয়ের বাহির হলেই লাগে গাঁয়ে ফেরার ক্ষুধা।
আমার গাঁয়ে গেলে তুমি দেখবে গাঁয়ের রূপ
রা -রবে না তোমার মুখে এক্কেবারে চুপ।

আমার গাঁয়ে ভোরের পাখি কিঁচিরমিচির ডাকে
সবার আগে মোরগ মুন্সি ছোট ঘরে বাকে।
আমার গাঁয়ের সকালবেলার সাদা মেঘের ভেলা
গগনজুড়ে নিত্য তারা করে কি যে খেলা!
ভোরের রাস্তায় শিশির ভেজা মৃদুমন্দ হাওয়া
হাটতে গেলে ফুরিয়ে যাবে তোমার যত চাওয়া।

সবুজ শ্যামল শস্য ভরা আমার গাঁয়ের মাঠ,
এই গাঁয়েই আছে রে ভাই ছোট বাজার -হাট।
গাঁয়ের মানুষ সহজ-সরল
মনটা তাদের অতি কোমল
মিলেমিশে করে সবাই বাস,
গাঁয়ের বিলে বর্ষাকালে দলে দলে ভাসে শত হাঁস।

আমার গাঁয়ের দুপুরবেলা ক্লান্তচাষির ঘরে আসা
দিঘীর জলে শান্তি মেলে নাইতে গেলে ব্যস্ত চাষা।

সন্ধ্যা হলে গাঁয়ের কোলে নেমে আসে আঁধার,
বিজলি আলোয় ঘুচিয়ে যায় অন্ধকারের চাদর।
রাতের আকাশ তারায় ভরা
ধরার মাঝে গাঁওটি আমার অন্য একটি ধরা।
আমার গাঁয়ে রাত্রি কালে জোনাকী পোকার আলো
দেখতে পাবে গাঁয়ে গেলে রাত্রি কত কালো।
আমার গাঁয়ের চাঁদ রজনী
এই ভুবনের রূপের রানী।
আমার গাঁয়ের রূপের কথা হইবে না ভাই শেষ
অপরূপ রূপে সাজানো আমার রূপসী বাংলাদেশ।।