আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিমের পক্ষ থেকে যমুনার দুর্গম চরাঞ্চলে বন্যার্তদের মাঝে ঈদ বাজার বিতরন ।
আবির হোসাইন শাহিন :
আমাদের সিরাজগঞ্জ ফেসবুক”” টিমের পক্ষ থেকে যমুনার দুর্গম চরাঞ্চলে বন্যার্তদের মাঝে ঈদ বাজার বিতরন করা হলো। যমুনার দূর্গম চরে বন্যার্তদের মাঝে ঈদ বাজার বিতারণে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব কবির বিন আনোয়ার। বিশেষ ভাবে ধন্যবাদ জানাই কবির বিন আনোয়ার স্যারকে ,সকল ফেসবুক বন্ধুদের, ভাইকেকে, আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিমের এডমিন ও সদস্যদের সবার চেষ্টায় এই বানভাসি মানুষের মুখে হাসি ফুটাতে পেরেছি।