আব্দুল লতিফ গণপাঠাগারের নতুন কমিটি’র সভাপতি ইসহাক আলী, হাদিউল হৃদয় সাধারণ সম্পাদক
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গোন্তা বাজারে আব্দুল লতিফ গণপাঠাগারে নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সংগঠন কার্যালয়ে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ সরকার। সভায় সংগঠনের বিগত দুই বছরের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়। বিগত সময়ের কার্যক্রমের মূল্যায়ন শেষে সভাপতি মহোদয় পুরাতন কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর আব্দুল লতিফ গণপাঠাগার কার্যনির্বাহী পরিষদের ২০২০-২০২২ অর্থাৎ আগামী ২(দুই) বছরের জন্য কমিটি গঠনের লক্ষে সবার মতামতের ভিত্তিতে ০৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত করা হয়। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী ও হাদিউল হৃদয়।
নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি সোলাইমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক এম এম শাহিন সরকার, কোষাধ্যক্ষ আব্দুল লতিফ সরকার, দপ্তর সম্পাদক সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজিব এককা রাজ।