আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়: মাশরাফি
গেলো ২৪ ঘণ্টায় বাংলাদেশের ক্রিকেটে ঘটে গেলো দারুণ সব নাটকীয় ঘটনা। আফগানদের সঙ্গে প্রথম ওয়ানডে ম্যাচে হারের রেশ কাটতে না কাটতেই হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়ে বসেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। সঙ্গে সঙ্গে আলোচনার কেন্দ্রে পরিণত হন তিনি। দেশেজুড়ে টাইগার ভক্তরা তামিমের এই সিদ্ধান্ত মানতে পারেননি। সামাজিক মাধ্যমগুলোতে ঝড় তোলেন তারা। আহবান জানায় প্রিয় ক্রিকেটারকে ফিরে আসতে। উদ্যেগী হন স্বয়ং বিসিবি প্রধান। তবে তিনিও তামিমের কোনো নাগাল পাচ্ছিলেন না। তার সব উদ্যেগই ব্যর্থ হয়। বৃহস্পতিবার রাতেই শোনা যায়, বাংলাদেশ ক্রিকেটের এই কঠিন সময়ে এগিয়ে আসবেন এই খেলার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ও অনুপ্রেরণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার সকালেই জানা গেলো, তামিমকে গণভবনে ডেকে পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার চট্টগ্রামে চোখের জলে যে অবসরের ঘোষণা, তার পরের দিন প্রত্যাহার করে নেয়ার হাসিমুখে ঘোষণা আসলো ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ বৈঠকের থেকে বেরিয়ে এসে তামিম জানান, প্রধানমন্ত্রীকে না বলতে পারিনি, ফিরছি আমি। আরও এই গোটা প্রক্রিয়ার সঙ্গে নেপথ্যে থেকে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশ দলের সাবেক সেনাপাতি মাশরাফি বিন মর্তুজা। তাকে সঙ্গে নিয়েই গণভবনে যান তামিম ইকবাল। আরও ছিলেন তামিমের স্ত্রী আয়েশা ইকবাল খান ও
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে ফেরার কথা জানান তামিম। তিনি যখন কথা বলছিলেন, তখন পেছনে দাঁড়িয়ে ছিলেন মাশরাফি। তাৎক্ষণিকভঅবে কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। তবে পরে প্রধানমন্ত্রী, তামিম ও তার স্ত্রীর সঙ্গে দুটি ছবি পোস্ট করেন মাশরাফি। ক্যাপশনে লিখেছেন, আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাল্লাহ। জানা গেছে, আসছে বিশ্বকাপে মাশরাফিকে ‘মেন্টর’ হিসাবে চেয়েছেন তামিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই কথা জানাতেই মাশরাফিকে প্রস্তুত থাকতে বলেছেন তিনি। এনিয়ে এখনো কিছু জানাননি মাশরাফি।