“আপনি-আপনায়” আবু সেলিম রেজা
“আপনি-আপনায়”
আবু সেলিম রেজা
এই যে তুমুল বিনোদনে ভরা দিন,
সান্ধ্য আড্ডা,ঝলমলে রঙিন-,
রাতের মঞ্চ আলো আঁধারির কোণে,
পানশালা জমে,যুগলে বা জনে জনে।
বাড়ে কোলাহল হেঁচকি ও খিস্তিতে,
বাজে গান যত ইংলিশে হিন্দিতে,
সব হয় শেষ জনহীন পথে ফিরি,
আঁধার রাতের তারাদের আলো ধরি।
মুখোমুখি হই নিজের সাথেই নিজে,
ক্লান্ত,ক্লিষ্ট,ধিক্কার জাগে কি যে !
এত আছে তবু কোথায় কি যেন নাই !
অর্থের জোর দম্ভ,ক্ষমতা,যা-ই,
সব আছে তবু দিন শেষে আমি একা !
দিনের জয়ের কপালে রাত্রে লেখা-
গাঢ় কালি দিয়ে ব্যর্থ ও পরাজিত।
মহাকাল কভূ হয় কি দ্বিধান্বিত ?
নিঠুর সত্য অযুত মৃত্যু উপেক্ষায়,
তার হাতে সব ঊষার মতন প্রকাশ পায়।
ডাইনে ও বাঁয়ে সামনে-পেছনে শুন্য,
উপরে ও নীচে আকাশ ও অরণ্য।
মাঝে আমি একা জনসমুদ্রে একা।
নিঃসঙ্গতায় হঠাৎ তাহার দেখা !
দেখা ঠিক নয় চর্মচক্ষে-অনুভবে,
নির্জনতার শব্দবিহীন কলরবে,
কানে তার ঠিক সুর বাজেনাতো হৃদমাঝে,
সেই মহা সুর ওঠে উচ্ছ্বসি আর বাজে।
যে সুরে বাতাস খায় ঘুরপাক অহর্নিশ,
যে তালে-ছন্দে ফসলের ডগা দোলায় শীষ,
যে স্রোতে জীবন সদা ধাবমান সন্মুখে,
যে টানে সৃষ্টি করিছে বরণ মৃত্যুকে।
তার মাঝে আমি ইচ্ছাতে বা অনিচ্ছায়,
বাঁধিয়াছি বাসা স্রোতের মতন সময় যায়।
আমাকে ঘিরিয়া কে যেন রেখেছে আটপ্রহর,
ক্ষুৎপিপাসায় সুধায় পূর্ণ তার নহর।
দিনে রোদ-ছায়া,মমতা ও মায়া,রাত্রে ঘুম,
আকাশের রঙে স্বপ্নিল মোহ তারার চুম।
আমি তো দেখিনা সকলেই দেখে এই আমায়,
সহসা সবা’কে দেখি দুই চোখে ঘোর পালায়।
চোখ ভরে যায়,দু’চোখের জলে রহিম,রব !
বিজন ঘরে তোমারে চেনার এ উৎসব।
আপনার সাথে আপনি একাকী কেঁদে-হেসে,
মন হয়ে যায় হালকা পালক তাই ভাসে-
শূন্যে কখনও,কভু বহুদূরে আর কাছে !
আপনাকে ঘিরে আপন দেহের চারপাশে।
সিরাজগঞ্জ। ০৪.১০.২০১৯ খ্রীষ্টাব্দ।