জাতীয়

আজ ভয়াল ২৫ শে মার্চ, জাতীয় গণ হত্যা দিবস..

১৯৭১ সালে ২৫ মার্চ কাল রাত্রি মুত্তি কামি নীরাস্র বাঙালির উপর নারকীয় হত্যা চলায় পাকিস্তানি হানাদার বাহিনী।

ঘটনার পেক্ষাপটে জাতীর জনক শেখ মুজিবুর রহমান স্বাধীনতার দূরান্ত ঘোষণা দেন তখনি। ওই ঘটনার মধ্যোদিয়ে শুরু হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রন্মের প্রক্রিয়া, এবার ২ য় বারে মত দিনটিকে জাতীয় গণ হত্য দিবস হিসাবে পালম করা হচ্ছে।