তাড়াশ

আজ বউ মেলা-তাড়াশের নওগাঁতে

আজ শনিবার চলনবিলের প্রাণ কেন্দ্রে সিরাজগঞ্জের তাড়াশে ওলীয়ে কামেল হযরত শাহ-শরীফ জিন্দানী (র.) এর মাজার মসজিদ এলাকায় বউ মেলা অনুষ্ঠিত হবে।মেলায় চুড়ি,মালা,ফিতা আলতা,হাড়ি-পাতিল,থালা বাসন,শপ,পাটিসহ গৃহস্থলীর নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর পাশা-পাশি ঝুড়ি,মড়খি মিষ্টির সমাহর ঘটে। ওই মেলাকে কেন্দ্র করে ওই এলাকার বাড়ি বাড়ি জামাই ঝি’র সমাগম ঘটে। মেলায় চলনবিল এলাকার হাজার হাজার বউ, ঝি কেনাকাটায় ব্যস্ত সময় পার করবেন।

প্রতি বছরের ন্যায় এবারও তাড়াশ উপজেলার নওগাঁয় ওলীয়ে কামেল হযরত শাহ-শরীফ জিন্দানী (র.) এর মাজারে ৩ দিন ব্যাপী ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। প্রতি বছর চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে ওই ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। ওরসের শেষ দিনে অনুষ্ঠিত হয় বউ মেলা ।