সিরাজগঞ্জ

আজ থেকে যাত্রা শুরু সিরাজগঞ্জ টু ঢাকা সেবা লাইন বাস সার্ভিস

আবির হোসাইন শাহিন :

আজ থেকে যাত্রা শুরু করল সিরাজগঞ্জ টু ঢাকা সেবা লাইন কোস বাস
সার্ভিস ।দীঘ প্রতিক্ষার পর আমাদের সিরাজগঞ্জ বাসীর জন্য যাত্রার নতুন মাত্রা যোগ হল বাস সেবা লাইন বাস সাভিসের মাধ্যমে।আজ ২৮/৭/১৯ যাএা শুরু করছে সেবা লাইন ঈদে বাড়ি আসতে আর নয় ভোগান্তি। সিরাজগঞ্জ টু মহাখালী চলাচল করবে সেবা লাইন। সিরাজগঞ্জ হইতে চন্দ্রা রপ্তানী,বাইপাইল,আব্দুল্লাহপুর, এয়ারপোর্ট,, মহাখালী ভোর ৫ টা হতে সন্ধা ৬ টা পর্যন্ত। ৪৫ সিট বিশিষ্ট ১৪ টি হিনো লাক্সারী চেয়ার কোচ নিয়মিত চলাচল করবে। নতুন যাএা শুরুর হওয়ায় আনন্দিত সিরাজগঞ্জবাসি। যাত্রীদের প্রত্যাশা সিরাজগঞ্জ বাস সিন্ডিকেট কিছুটা হলেও লোপ পাবে এবং যাত্রীদের যাত্রা সহজ হবে।আমরা আশা করি আগের ন্যায় কষ্ট করে আর বাড়ি ফিরতে হবে না।