সিরাজগঞ্জ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধহয়ে কাজ করতে হবে-এমপি তানভীর শাকিল জয়।

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার ৬নং ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি -বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারী ২০২২) ইং তারিখে বিকেলে ছোনগাছা গুপ্ত‌ভিটা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সম্মেলনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. কে এম হোসেন আলী হাসান।

তিনি বক্তব্যে বলেন- জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে দলকে শক্তিশালী করতে হবে এবং স্বাধীনতা যুদ্ধ বিরোধী যেকোন অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগামী ২৮ফেব্রুয়ারী সিরাজগঞ্জ বিএকলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ঐতিহাসিক ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় তিনি বক্তব্যে বলেন, জনগণের উন্নয়নে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত বিশ্বের তালিকায় নিয়ে গেছেন। প্রায়প্রতিটি ইউনিয়নের রাস্তা কালভার্ট সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেছেন।আমার প্রয়াত পিতা মোহাম্মদ নাসিম সাহেবের স্মৃতিচারণ করে তিনি বলেন যে, সিরাজগঞ্জে ও কাজিপুরে শহর রক্ষা বাঁধ নির্মাণ করে যমুনার করাল গ্রাস হতে সিরাজগঞ্জ বাসীকে রক্ষা করেছেন। তিনি পর্যাপ্ত পরিমাণে উন্নয়ন করেছেন।

এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল,নার্স ট্রেনিংসেন্টার, ট্রমা হাসপাতাল, পলেটেকনিক,মেরিন একাডেমি, বিভিন্ন সড়কের উন্নয়ন , ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন , সরকারি ভবন নির্মাণ করা সহ স্বাস্থ‌্যপরিবার পরিকল্পনা ভবনগুলো সহ অনেক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী সেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি সম্মলেনের সফলতা কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সিনিয়র সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, বীর মুক্তিযোদ্ধা এ্যাড.বিমল কুমার দাস প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন। ৬ নং ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল আলমের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোহাম্মাদ আলী জিন্নাহ’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক গাজী আব্দুস সাত্তার সিকদার, সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান দুদু, এস এম বারী, জেলাআওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক গাজী আমিনুল হক আমন্ত্রিত অতিথি হিসেবে, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এহসান, সদর উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নান, আলতাফ হোসেন , জেলা যুবলীগের সাবেক সভাপতি এ্যাড. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক জিহাদ আল- ইসলাম জিহাদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমীন তালুকদার সহ সদর উপজেলার সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বাগবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ছোনগাছা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইদুল ইসলাম জুড়ান, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম তালুকদার মঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা শেখ, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী প্রমুখ।

সদর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার সিকদার পরিচালনায় দ্বিতীয় অধিবেশনটি পরিচালনা হয়। দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে পর পর ৪ বার স‌হিদুল আলম সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আব্দুলাহ- আল মামুনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে ।