জাতীয়দেশগ্রাম

অ্যাসিড সন্ত্রাসের শিকার

মিরপুর ১১ নম্বরে বিহারি ক্যাম্পে আজ মঙ্গলবার মাদক ব্যবসায়ীরা অ্যাসিড মেরে মো. পারভেজ নামে একজনকে ঝলসে দিয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।মো. পারভেজ মিরপুর ১১ নম্বর সেকশনের মিল্লাত নামের বিহারি ক্যাম্পে থাকেন।

দগ্ধ পারভেজ হাসপাতালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ক্যাম্পের ভেতরে সেলুন বসেছিলেন। কিছু বুঝে ওঠার আগেই মাদক ব্যবসায়ী জনি তাকে লক্ষ্যে করে অ্যাসিড মারে। এতে তার মুখমণ্ডল, গলা ও দুই হাত ঝলসে গেছে। প্রথমে তাকে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক সৈকত বলেন, পারভেজের ১২ শতাংশ পুড়ে গেছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।