সিরাজগঞ্জ

অসহায় প্রতিবন্ধী সোমাকে সেলাই মেশিন নগদ অর্থ দিলেন সিরাজগঞ্জের সুখ পাখী

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

অসহায় গরীব -দুঃখী ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি গ্রুপ খোলা হয়েছে। যার নাম দেয়া হয়েছে ‘সুখ পাখি’।
এই গ্রুপের পক্ষ থেকে শনিবার (৩ নভেম্বর’১৮) ‘অসহায় প্রতিবন্ধী নারী সোমাকে একটি সেলাই মেশিন ও কিছু অর্থ প্রদান করেছে
‘সুখ পাখি’ গ্রুপটি সিরাজগঞ্জ থেকে পরিচালিত। কিছু শিক্ষিত চাকরিজীবী ব্যবসায়ী যুবক এই গ্রুপটি খুলেছেন অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য।
এই গ্রুপের সদস্যদের মাসিক ১০ টাকা করে চাঁদা দিতে হয়।
এই অনুদানের টাকায় প্রতিবন্ধী সোমাকে অটো সেলাই মেশিন ও কিছু অর্থ প্রদান করা হয়।

ভাগ্য বিড়ম্বনা সোমার বাবার নাম মৃত মোফাজ্জল হোসেন। সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা উত্তর পাড়া গ্রামের বাসিন্দা।
১০ বছর আগে সোমার বিয়ে হয়। ভাগ্যের নির্মম পরিহাস বিয়ের কিছুদিন পরেই সোমার দুই পা আস্তে আস্তে সংকুচিত হয়ে আসে। পা ধীরে ধীরে শুকিয়ে শক্তিহীন অচল হয়ে যায়।

এরপর সোমাকে তার বাবার বাড়িতে চিরতরে পাঠিয়ে দেয় স্বামী। মেয়ের দুশ্চিন্তায় বাবাও দুনিয়া ছেড়ে চলে যায়। সোমার মাও চিন্তায় শুকিয়ে পাটখড়ি হয়ে গেছে। যেন বেঁচে আছে পঙ্গু মেয়েটার জন্য।

কথা হয় সুখ পাখি গ্রুপের সদস্য রাসেল রহমানের সাথে। তিনি বলেন, সোমার বাবা বেঁচে নেই। তার মা যমুনা চর থেকে খড়কুটো কিনে আনে। আর সোমা সেগুলো গুলো বিক্রি করে।

তিনি বলেন, কিন্ত সোমার মা যেদিন থাকবে না সেদিন তার কি হবে? সোমা দর্জির কাজ বেশ ভাল জানে।এলাকার নারীরা জানালেন, তাকে একটি অটো সেলাই মেশিনের ব্যবস্থা করে দিলে ভাল হতো। তার ভবিষৎতের কথা চিন্তা করেই এই অসহায় প্রতিবন্ধীকে সুখ পাখি গ্রুপের পক্ষ থেকে একাট সেলাই মেশিন ও কিছু নগদ অর্থ প্রদান করা হয়েছে।