অভিমানে দুই তরুণীর আত্মহত্যা,সুরাইয়া ও পিংকি
রাজধানীর মোহাম্মদপুর ও লালবাগে দুটি পৃথক ঘটনায় আজ বৃহস্পতিবার দুই তরুণীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই দুই তরুণী হলেন সুরাইয়া আকতার (১৯) ও পিংকি (১৯)।
দুজনের পরিবারের দাবি, অভিমান করে সুরাইয়া ও পিংকি আত্মহত্যা করেছেন।
সুরাইয়ার মা রেনু বেগম সাংবাদিকদের বলেন- তাঁর মেয়ে সিটি কলেজের অর্নাসের ছাত্রী। মেয়েটির বাবার নাম সাইদুর রহমান। এক ভাই, এক বোনের মধ্যে সুরাইয়া ছোট। দুপুরে সিটি কলেজের বিদায় অনুষ্ঠান যাওয়ার জন্য তৈরি হন সুরাইয়া। মেয়েকে অনুষ্ঠানে যাওয়া নিয়ে বকা দেন তিনি। এতে অভিমান করে গলায় ফাঁস দেন সুরাইয়া। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরি বিভাগে মেয়েটিকে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া তিনটার দিকে সুরাইয়াকে মৃত ঘোষণা করেন।
এদিকে রাজধানীর লালবাগের শহীদনগরের বাসায় আজ সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন পিংকি। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসকেরা পিংকিকে মৃত ঘোষণা করেন।
পিংকির আত্মীয় শাহ আলম বলেন, এক চাকরিজীবী তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পিংকির। সকালে ওই তরুণের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। পরে নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস দেন পিংকি।