জাতীয়

অবৈধ ভাবে বালি উত্তোলন বন্ধে সরিষাবাড়ীতে ট্যাফে টাক্টর ও ড্রেজার মেশিন পুড়িয়েছে প্রশাসন


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু

জামালপুরের সরিষাাবাড়ীতে যমুনা নদীর বুকে জেগে উঠা চর থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ট্যাফে টাক্টর  ও  ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার আওনা
ইউনিয়নের কুলপাল এলাকায় এ অভিযান পরিচালনা করে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কুলপাল এলাকায় যমুনা নদীর বুকে জেগে উঠা চর থেকে একটি সিন্ডিকেট ড্রেজার মেশিন উত্তোলন ও  ট্যাফে টাক্টর দিয়ে বালি পরিবহন করে
বিক্রি করে আসছিল দির্ঘদিন ধরে। এলাকাবাসীর আবাদী জমি ও বসতভিটা রক্ষার্থে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বালি উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন। এসময় বালু উত্তোলনকারী ও পরিবহন কারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে আওনা ইউনিয়নের কুলপাল এলাকায় যমুনা নদীতে জেগে চরে বসানো দুইটি ড্রেজার মেশিন ও দুইটি ট্যাফে টাক্টর বালি পরিবহনের গাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য সরিষাবাড়ী থানার এসআই সাইফুল ইসলামকে নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।পরে পুলিশ স্থল গ্রামের আব্দুল জলিলের দুইটি বালি উত্তোলনের ড্রেজার মেশিন ও পিংনা গ্রামের সাবেক সদস্য হারুন অর রশিদের দুইটি ট্যাফে টাক্টর বালি পরিবহনের গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া সহ তিনটি ট্যাফে টাক্টর গাড়ি বালি সহ জব্দ করে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়।উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন,বালি উত্তোলন বন্ধে অভিযান দিয়ে দুইটি ড্রেজার মেশিন ও দুইটি ট্যাফে টাক্টর গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ও হয়েছে।