জাতীয়

“অবিশ্বাষ্য হলেও সত্যি” ১৩ মাসের বাছুর গর্ভপাত বিহীন 3kg করে দুধ দিচ্ছে ( ভিডিওসহ)

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু

“অবিশ্বাষ্য হলেও সত্যি”জামালপুরের সরিষাবাড়ীতে গর্ভপাত বিহীন ১৩ মাস বয়সী অষ্ট্রেলিয়ান জাতের বকনা বাছুর দুগ্ধদান করছে বলে চাঞ্চল্যেকর ঘটনার তথ্য পাওয়া
গেছে।ঘটনাটি উপজেলার চর রৌহা পশ্চিম কানি পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

প্রকৃতির নিয়ম বর্হিভূত ভাবে গর্ভপাত বিহীন বকনা বাছুরটি প্রতিদিন ৩ কেজি করে দুগ্ধ দেয়ার খবরে শত শত উৎসুক জনতার ভীড় সহ এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। আনন্দে দিন কাটাচ্ছেন দুগ্ধবতী বাছুরের মালিক ছামিউল ইসলাম। স্থানীয় ও বকনা বাছুরের মালিক সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী
উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা পশ্চিম কানি পাড়া গ্রামের
আব্দুল হাই মন্ডলের ছেলে ছামিউল ইসলাম ২০১৬ সালে অষ্ট্রেলিয়া জাতের
গাভীর সাথে ৪ মাস বয়সী একটি বকনা বাছুর সহ ১লক্ষ ৭০ হাজার
টাকায় ক্রয় করেন।ক্রয়ের ২ মাস পর দুগ্ধপান কারী বকনা বাছুরটি গাভীটি
থেকে দুধ পান করা ছেড়ে দেয়।গাভীটির গর্ভ থেকে গত ১৩ মাস পূর্বে
একটি বকনা বাছুর প্রসব করে। হঠাৎ গত এক মাস পূর্বে বকনা
বাছুরের মালিক ছামিউলের ৪ বছর বয়সী সন্তান সিফাত হাসান বাবু
বাছুরটির স্তনের বোটা দিয়ে দুধ পড়তে দেখে তার দাদা-দাদী ও পিতা-
মাতা কে জানায়।পরে ছামিউল ওই ১৩ মাস বয়সী বকনা বাছুরের বুক
থেকে দুধ আসতে দেখে হতবাক হয়ে সরিষাবাড়ী উপজেলা প্রানী সম্পদ
কার্যালয়ে বকনা বাছুরটি নিয়ে আসেন। উপজেলা প্রানী সম্পদ
কার্যালয়ের কর্তব্যরত চিকিৎসকরা বকনা বাছুরটি সৌভাগ্যবান বলে
আখ্যায়িত করেন এবং বকনা বাছুরটি দোয়ানের পরামর্শ প্রদান করলে
ছামিউল দোয়ান শুরু করেন। ফলে বকনা বাছুটি থেকে প্রতিদিন সকালে
দোয়ান দিলে ২ কেজি করে দুধ পান।আর বিকালে দেয়ান না দিলে
এমনিতেই স্তনের বোটা দিয়ে অর্নগল দুধ পড়ে যায়। তাই বকনা
বাছুর মালিক দু-বেলা সকাল ও বিকালে দোয়ান দিলে ৩ কে জি করে দুধ
পাচ্ছেন। উল্লেখ ছামিউল ইসলাম তার ১১ টি গরুর মধ্যে ৪টি
অষ্ট্রেলিয়ান ও ১টি দেশীয় জাতের গাভী লালন-পালনে প্রতিদিন ৪৫ কেজি
করে দুধ পরিবারে পুষ্টি যোগানের পর বাজারে বিক্রী করে পরিবার পরিজন
নিয়ে জিবীকা নির্বাহ করছেন। বাছুরটি দেখার জন্য ছামিউলের
বাড়িতে নারী –পুরুষের পদচারনা ও নানা আলোচনা চলছে।
বকনা বাছুরের মালিকের পিতা আব্দুল হাই মন্ডল (৬০) বলেন,আমার পুত্র
ছামিউলের ছেলে আমার নাতি সিফাত হাসান বাবু এক মাস আগে
আমাকে ও তার বাবা-মাকে এসে এ বকনা বাছুরের স্তনের বুট দিয়ে

প্রকৃতির নিয়ম বর্হিভূত ভাবে গর্ভপাত বিহীন বকনা বাছুরটি প্রতিদিন ৩ কেজি করে দুগ্ধ দেয়ার খবরে শত শত উৎসুক জনতার ভীড় সহ এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। আনন্দে দিন কাটাচ্ছেন দুগ্ধবতী বাছুরের মালিক ছামিউল ইসলাম। স্থানীয় ও বকনা বাছুরের মালিক সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী
উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা পশ্চিম কানি পাড়া গ্রামের
আব্দুল হাই মন্ডলের ছেলে ছামিউল ইসলাম ২০১৬ সালে অষ্ট্রেলিয়া জাতের
গাভীর সাথে ৪ মাস বয়সী একটি বকনা বাছুর সহ ১লক্ষ ৭০ হাজার
টাকায় ক্রয় করেন।ক্রয়ের ২ মাস পর দুগ্ধপান কারী বকনা বাছুরটি গাভীটি
থেকে দুধ পান করা ছেড়ে দেয়।গাভীটির গর্ভ থেকে গত ১৩ মাস পূর্বে
একটি বকনা বাছুর প্রসব করে। হঠাৎ গত এক মাস পূর্বে বকনা
বাছুরের মালিক ছামিউলের ৪ বছর বয়সী সন্তান সিফাত হাসান বাবু
বাছুরটির স্তনের বোটা দিয়ে দুধ পড়তে দেখে তার দাদা-দাদী ও পিতা-
মাতা কে জানায়।পরে ছামিউল ওই ১৩ মাস বয়সী বকনা বাছুরের বুক
থেকে দুধ আসতে দেখে হতবাক হয়ে সরিষাবাড়ী উপজেলা প্রানী সম্পদ
কার্যালয়ে বকনা বাছুরটি নিয়ে আসেন। উপজেলা প্রানী সম্পদ
কার্যালয়ের কর্তব্যরত চিকিৎসকরা বকনা বাছুরটি সৌভাগ্যবান বলে
আখ্যায়িত করেন এবং বকনা বাছুরটি দোয়ানের পরামর্শ প্রদান করলে
ছামিউল দোয়ান শুরু করেন। ফলে বকনা বাছুটি থেকে প্রতিদিন সকালে
দোয়ান দিলে ২ কেজি করে দুধ পান।আর বিকালে দেয়ান না দিলে
এমনিতেই স্তনের বোটা দিয়ে অর্নগল দুধ পড়ে যায়। তাই বকনা
বাছুর মালিক দু-বেলা সকাল ও বিকালে দোয়ান দিলে ৩ কে জি করে দুধ
পাচ্ছেন। উল্লেখ ছামিউল ইসলাম তার ১১ টি গরুর মধ্যে ৪টি
অষ্ট্রেলিয়ান ও ১টি দেশীয় জাতের গাভী লালন-পালনে প্রতিদিন ৪৫ কেজি
করে দুধ পরিবারে পুষ্টি যোগানের পর বাজারে বিক্রী করে পরিবার পরিজন
নিয়ে জিবীকা নির্বাহ করছেন। বাছুরটি দেখার জন্য ছামিউলের
বাড়িতে নারী –পুরুষের পদচারনা ও নানা আলোচনা চলছে।
বকনা বাছুরের মালিকের পিতা আব্দুল হাই মন্ডল (৬০) বলেন,আমার পুত্র
ছামিউলের ছেলে আমার নাতি সিফাত হাসান বাবু এক মাস আগে
আমাকে ও তার বাবা-মাকে এসে এ বকনা বাছুরের স্তনের বুট দিয়ে

দুধ পড়ার ঘটনা বলে।আমি গিয়ে দেখি বকনা বাছুরের স্তনের বুট
থেকে দুধ পড়ছে।পওে ছোট বালতি নিয়ে বাছুরটি দোয়াইয়ে ২ কেজি
দুধ পেলাম।তারপর দিন সরিষাবাড়ী পশু হাসপাতালে বাছুরটিকে নিয়ে
গেলে তারা পরীক্ষা করে বাছুরটি বড় লক্ষ্মী বলে আথ্যায়িত করে বাছুরটিকে
বাড়ীতে নিয়ে যতœ করে লালন পালন ভাগ্য ফিরাবে এ বাছুরটি। তার পর
থেকেই বাছুরটি থেকে দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি ও নিজেরাও পান
করছি।
উৎসুক জনতা চর আদ্রা গ্রামের কামরুল হাসান(৩০)বলেন,বাছুর
প্রসব ছাড়াই ১৩ মাস বয়সী বাছুর দুধ দেয় এটা আমার বিশ্বাষ হতো
না।তাই বাছুরটিকে দোয়ান স্ব-চক্ষে দেখতে আইসা তা দেখে সন্দেহের
অবসান হলো।
দর্শনার্থী ফটিক জান বেওয়া (১০০)বলেন,বাছুর ছাড়া দুধ হয়,এটা
আল্লাহর কেরামতি।
জানতে চাইলে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রৌশনী আকতার
বলেন,হরমোন জনিত কারনে কোন কোন ক্ষেত্রে অষ্ট্রেলিয়ান বকনা
বাছুরের গর্ভপাত বিহীন দুগ্ধদান হতে পারে।