অবিকল বঙ্গবন্ধুর মতো দেখতে, আরুক মুন্সি।
মোঃ ইউনুস আলী মিঠু, ঢাকা :
চমকে যাওয়ার মতো এক ঘটনা । ঠিক যেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধুর সাথে চেহারার অদ্ভুদ মিল এই ব্যক্তির । হঠাৎ দেখে যে কেউ অবাক হবেন। মনে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নাম আরুক মুন্সি। পোশাক-আশাক পরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত। হেঁটে গেলে মনে হবে যেন জাতির জনক হেঁটে যাচ্ছেন। তিনি যেখানেই যাচ্ছেন সেখানে সাধারণ মানুষ ভিড় করছে তাকে এক পলক দেখার জন্য। আরুক মুন্সী ১৯৬৯ সালের ৬ জুলাই গোপালগেঞ্জর কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের প্রত্যন্ত কামারোল গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । ৩ ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে বসবাস করেন ঢাকার হাতিরপুল পাওয়ার হাউজ এলাকায়। ১৯৯৩ সাল থেকে গাড়ি চালক পদে চাকরি করেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীতে(ডিপিডিসি)। ৮ম শ্রেনী পাশ বলে চাকরিতে পদোন্নতি পাননি তিনি। তবে বঙ্গবন্ধুর চেহারার সঙ্গে তার চেহারার কিছুটা মিল থাকায় তিনি যেখানেই যান, সবখানে মানুষের ভালবাসা পান। অনেকেই বলে তাকে বঙ্গবন্ধুর মতো দেখতে লাগে। যদিও তিনি নিজেকে বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করতে চান না। তিনি মনে করেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় আর কোন বঙ্গবন্ধু জন্মাবে না। তাই নিজেকে শুধুমাত্র বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মনে করেন আরুক মুন্সী। তিনি সরাসরি রাজনীতির সাথে যুক্ত না থাকলেও বঙ্গবন্ধুকে মনেপ্রাণে ধারণ করেন। বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ ধারণ করে, এগিয়ে যাওয়ার ইচ্ছা আরুক মুন্সির। বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে নিজের অবস্থান থেকে কাজ করতে চান আরুক মুন্সী । ইতিমধ্যে তিনি সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ দের সাথে সাক্ষাৎ করেছেন। সাধারণ মানুষের ভালোবাসায় অভিভূত তার পরিবারের সদস্যরা।