অবশেষে ৩৮বছর পর বিজয়ী হল শীতল বাবু
আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নিবাচন অনুস্থিত হয়েছে ৫মে রবিবার। ৩৩ ওয়াডের নিবাচন হয় ইভিএম পদ্ধতিতে।ব্যতিক্রমী ঘটনা ঘটে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নিবাচনে।৷ দীর্ঘ ৩৮ পর জয়ের দেখা পায় কাউন্সিলর শীতল বাবু। ৯নং ওয়াড থেকে জয়লাভ করেন তিনি। বার বার পেশী শক্তি ও অথের কাছে পরাজিত হয়েও ক্ষান্ত হননি তিনি। ১৯৮১ সাল থেকে নিবাচন করে আসছে শীতল বাবু কিন্তু কোন নিবাচনেই জয়ের দেখা পায়নি তিনি। টানা ৬ বার পরাজিত হয়ে ৭তম বারে এসে জয় পায় সে।দীর্ঘ ৩৮ বছরে পরিবর্তন হয়েছে অনেক কুছকিছু কিন্তু পরিবর্তন হয়নি তার চাওয়া পূরণ। চলে গেছে স্ত্রী সন্তান কিন্তু নানান প্রতিকুল অবস্তা অতিক্রম করে তিনি আজ সফল। চাওয়া পাওয়ার কিছুই নেই তার শুধু জনগণের জন্য কিছু করতে পারাই তার পরম সাথকতা।