অবশেষে বাংলাদেশ দলের জার্সি পরিবর্তন করল বিসিবি।
আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক ঃ
নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ দলের জাসি পরিবর্তন করা হয়েছে। পাকিস্তান আয়ারল্যান্ড এর সাথে জাসির রঙের মিল থাকার কারনে তোপের মুখে পরতে হয় বিসিবিকে।কেননা লাল সবুজের আড়ালে যেন এক টুকরো বাংলাদেশকে খুঁজে পাওয়া যেত কিন্তু জাসিতে লাল রঙ ছিলনা বাংলাদেশ লেখাটিও ছিল অস্পষ্ট। বাংলাদেশ দলের জাসি পরিবর্তন করার অনুমোদন দিয়েছে আইসিসি।বাংলাদেশ ক্রিকেট বোডের সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন সাথে নতুন জাসি নকশাও প্রকাশ করা হয়েছে। আগের জারসি তে লাল রঙ ছিলনা। লাল রঙ দেওয়া হয়েছে।বাকিটা আগের মতই আছে।
গত সোমবার বাংলাদেশ দলের জাসি উন্মোচন করা হয়। সাকিব ছাড়া সবাই ফটোসেশন করেন।কিন্তু ওই জাসিতে বাংলাদেশের আবেগের লাল রঙ না থাকায় সমালোচনার ঝর ওঠে সব গণমাধ্যমে। পরে জাসি পরিবর্তন করতে বাধ্য হন বিসিবি