সারাদেশ

অপহরণের ৫ দিন পর পঞ্চগড়ে স্কুল ছাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

পঞ্চগড়ে অপহরণের ৫ দিন পর মোরশেদা বেগম নামে এক ৯ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (১৯ জুলাই) রাতে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ঝিটকি খুড়া হতে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। মামলারটির প্রধান আসামি ইয়াসিনকে আটক করেছে পুলিশ। জানা যায়,গত ১৪ জুলাই সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা পাড়া থেকে নবম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করে একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে অটোচালক ইয়াসিন। মেয়েটির পরিবার অনেক খোজার পর জানতে পারে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ঝিটকি খুড়া গ্রামে ইয়াসিনের নানার বাড়িতে রয়েছে। পরে শুক্রবার (১৯ জুলাই) এই ঘটনায় ছাত্রীর বড়ভাই ফয়জুল হক পঞ্চগড় সদর থানায় বাদি হয়ে ৪ জনকে আসামি করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) আইন এ একটি অপহরণ মামলা দায়ের করে। অভিযোগ পাওয়ার পর ঝিটকি খুড়া হতে মেয়েটিকে উদ্ধার করে আসামি ইয়াসিনকে আটক করা হয়। পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাস আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।