শাহজাদপুর

অতিরিক্ত সচিবের বিচার দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন ।

বাবুল আকতার খান, শাহজাদপুরঃ

অধ্যাাপক ড. এ.বি.এম মাসুদ মাহমুদের উপর শারীরিক নিগ্রহের প্রতিবাদে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক আ ব ম ফারুককে প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনের অশালীন বক্তব্যের প্রতিবাদ ও বিচারের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, বাংলাদেশের প্রথিতযশা শিক্ষক অধ্যাাপক ড. এ.বি.এম মাসুদ
মাহমুদের উপর শারীরিক নিগ্রহ করায় ও পাস্তুরিত দুধে অ্যান্টিবায়েটিক হরমোন ও অন্যান্য ক্ষতিকারক উপাদান আবিস্কার করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক আ ব ম ফারুককে প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন কর্তৃক অশালীন ভাষায় আক্রমন করেন । ওই সচিবের বিচার দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল বুধবার সকালে শাহজাদপুরে রবীন্দ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিসিক রোডের অস্থায়ী ক্যাম্পাশের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফকরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন, কোষাধ্যক্ষ লায়লা ফেরদৌস হিমেল, কার্যনির্বাহী সদস্য মোঃ রিফাত উর রহমান, আরিফুল ইসলাম, বরুন চন্দ্র রায়, শারমিন সুলতানা প্রমুখ । মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন ।