অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি-রায়গঞ্জে
সিরাজগঞ্জের,শনিবার ১৭ মার্চ ভোরে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের পাঙ্গাসী বাজার এলাকার একটি মার্কেটে দোকান ও ঘর পুড়ে গেছে।
রায়গঞ্জে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ও এক বাড়ির চারটি ঘর পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে খবর পেয়ে সিরাজগঞ্জ ও রায়গঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কাঠের ফার্নিচার ও গ্যাসের সিলিন্ডার ছিলো।
তিনি আরো বলেন, দোকানের সিলিন্ডারের বিস্ফোরণ ঘটার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডে সাতটি দোকানের মালামাল ও একটি বাড়ির চারটি ঘরের আসবাপত্র পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।