সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ শহরের অন্যতম বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে, ২১ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।  শুক্রবার  রাত বারোটা এক মিনিটে  শহরের মুক্তির সোপান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভোরে  কলেজ প্রাঙ্গন বিভিন্ন বিভাগের  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরি,  কলেজ শহীদ মিনার চত্বরে সকাল ১০টায়   আলোচনা সভা ও আবৃত্তি,  রচনা,সংগীত প্রতিযোগিতার   পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।   উক্ত অনুষ্ঠানের  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর  টি, এম সোহেল।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর বি,এম আব্দুল হান্নান।

  এতে সভাপতিত্ব করেন, শিক্ষক পরিষদের সম্পাদক ও একুশ উদযাপন কমিটির আহ্বায়ক সুলতান মাহমুদ।   অনুষ্ঠানে আরো  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অত্র কলেজের  বাংলা বিভাগের প্রভাষক শাহনাজ পারভীন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, ইংরেজি বিভাগের অধ্যাপক সন্টু কুমার দত্ত, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্না প্রমুখ।  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সূবর্ণা লায়লা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন,  ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সায়ীদ আবু বকর, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাশেম উল ইসলাম, আবুল বাশার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শাহীন আলম,  ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ফিরোজ আলী উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক মোমেনা সহ অন্যান্যরা এবং কলেজের সকল শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন   ।