১৭ সেপ্টেম্বর দক্ষিন কোরিয়ায় শান্তি সামিট শুরু।

মাকছুদা খাতুন

বিশ্বব্যাপী সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন আইডিয়া ও বাস্তবায়ন কৌশল আলোচনার লক্ষ্যে “Collaboration for Peace Development: Building a Peace Community through the DPCW” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৭-১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে দক্ষিন কোরিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে শান্তি সামিট। এইচডব্লিউপিএল (Heavenly Culture, World Peace, Restoration of Light-HWPL) নামক একটি বেসরকারি সংস্থা জাতিসংঘের ইকোসক (UN ECOSOC) এর অধীন ইউএনডিপিআই (UN DPI) বিশ্বের বিভিন্ন দেশের দুই হাজার প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে। রাজনীতি, ধর্ম, আইন, শিক্ষা, তারুণ্য, নারী, সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এইচডব্লিউপিএল বিশ্ব শান্তি সম্মেলনে (HWPL World Peace Summit ) চতুর্থ বারের মত অংশ নিতে যাচ্ছে।

আয়োজক সংস্থা এইচ ডব্লিউ পিএল বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থার, সরকার ও সুশীল সমাজের সঙ্গে এডভোকেসি করছে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। এ বছর সামিটের মূল লক্ষ্য হলো আর্ন্তজাতিক আইনের আরো জোরদার শক্তি তৈরী করণে বিভিন্ন পক্ষের অভিজ্ঞতা আনয়ন।
যেসব এজেন্ডা নিয়ে আলোচনা হবে.১. ডিপিসিডব্লিই প্রণয়ণে জাতীয় ও আর্ন্জাতিক সমর্থন আনয়ন ২. ভবিষ্যত কর্মপরিকল্পনা প্রণয়ন ৩. শান্তি সংস্কৃতি ছড়িয়ে দেয়ার লক্ষ্যে শান্তি শিক্ষার প্রতি শিক্ষা সংশ্লিষ্টদের করণীয় নির্ধারণ ৪. নারী ও শিশুদের নেতৃত্বে শান্তি বিষয়ে প্রকল্প বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ণ। ৫. সাংবাদিকদের জন্য শান্তি নেটওয়ার্ক প্লাটফর্ম গঠন।
এইচডব্লিউপিএল চেয়ারম্যান হিলি বলেন, যদি এখানে শান্তি নিয়ে কোনো উত্তর থাকে, বিশ্বের প্রতিটি পরিবারকে শান্তির বার্তা বাহক হওয়া উচিত। যুদ্ধ বন্ধ আমাদের দায়িত্ব এবং ভবিষ্যত প্রজন্মের জন্য টেকসই শান্তি আবাস স্থাপন করা।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.