স্থবিরতায় থমকে গিয়ে নিস্তব্ধ সিরাজগঞ্জ!

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

করোনা প্রতিরোধে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা ও দোকানপাট অফিস আদালত বন্ধ রাখার নিয়মে চেনা শহরটা যেন স্থবিরতায় থমকে গিয়ে নিস্তব্ধ হয়ে গেছে। অনেকদিন এমন দৃশ্য দেখা যায়নি এই জেলা শহরে। জনাকীর্ণ কোলাহলপূর্ণ শহরটি নিস্তব্ধ নগরে পরিণত হয়েছে। স্থবিরতায় থমকে গেছে পুরো শহর। মাঝে মাঝে পুলিশের বাঁশির হুঁইসেল আর দু’একটি পণ্যবাহী গাড়ির ভেঁপু ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। দুদিন আগেও কোলাহলে মুখরিত ছিল যে শহরটি, সেটি এখন সম্পূর্ণ ফাঁকা। বন্ধ রয়েছে দোকানপাট, চলাচল করছে না রিকশা, ভ্যান ও ভারী যানহাবন। অজানা আতংকে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। মনে দানা বেধেছে অজানা ভয়। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে সময় গড়িয়ে বিকেল হলেও সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনের চিত্র ছিল এমনটাই। এ চিত্র শহরের চৌরাস্তা মোড়, এসএস রোড, মুজিব সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও।

মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ টহল দিতে দেখা যায়। হ্যান্ডমাইকে লোকজনকে বের হতে বা গণ-পরিবহন চলতে নিষেধ করছেন পুলিশ সদস্যরা। করোনার সংক্রমণ রোধে প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা শহরবাসী অকপটে মেনে নিয়ে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। চলছে না রিকশা-ভ্যান, অটোরিকশা সিএনজিসহ সকল প্রকার গণপরিবহণ। বন্ধ রয়েছে শহরের সকল বিপণীবিতান। খোলা হয়নি হোটেল রেঁস্তোরা, ভাসমান দোকানপাটও। শহরের একাধিক ব্যাবসায়ী বলেন, আগে জীবন বাঁচাতে হবে, তারপর ব্যবসা। এ কারণে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দোকান বন্ধ রেখেছি। পুরো শহরে লোকজন নেই, একেবারে ফাঁকা। রিকশা ভ্যানও চলছে না। এরমধ্যে দোকান খুলেও কোনো লাভ নেই বলেও মনে করেন অনেকে।

অরুণিমা সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সূর্য্য বারী বলেন, বিশ্বজুড়ে মহামারিতে রুপ নেওয়া করোনা রোগের সংক্রমণ রোধে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ। শহরবাসী সকল নির্দেশনা মেনে ঘরে রয়েছেন। সবাই বুঝতে পেরেছে আমাদের ভালোর জন্যই সরকার এই পদক্ষেপ নিয়েছে। তবে এমন জরুরি মুহুর্তে সিরাজগঞ্জ পৌর কর্তৃপক্ষের উদাসীনতা আমাদের হতাশ করেছে। শহরের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা, ধুলো-বালি রয়েছে। পৌর কর্তৃপক্ষ এগুলো অপসারণে গাফলিত দেখিয়ে চলছে। এছাড়া এখন পর্যন্ত পৌরসভা থেকে কোনো জীবানুনাশক স্প্রে দেওয়া হয়নি।

সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলায় ৬ শতাধিক পুলিশ সদস্য ও অফিসার্স দায়িত্ব পালন করছেন। জেলা শহরে ২৫০ জন ও প্রত্যেকটা থানায় ৩০ জন করে পুলিশ পালাক্রমে দায়িত্ব পালন করবেন। যান চলাচল, গণজমায়েত নিয়ন্ত্রণ ও কোয়ারেন্টিন মেনে চলতে পুলিশ কাজ করছে। টহলরত পুলিশের পাশাপাশি রাখা হয়েছে একাধিক মোবাইল টিম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তোফাজ্জল হোসেন বলেন, জেলা প্রশাসক, ইউএনও ও এসিল্যান্ডসহ জেলায় কর্মরত ৪১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন। শুভ কুমার ঘোষ সিরাজগঞ্জ ২৭-০৩-২০২০ ০১৭১৭১৪২২৫৫

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.