সিরাজগঞ্জ শহরের যানজট নিরসনে পরিবহন নেতাদের সাথে পৌর মেয়রের বৈঠক।

স্টাফ রিপোর্টার ঃ

সিরাজগঞ্জে জেলা শহরে যানজট নিরসনে পরিবহন সেক্টরের মালিক-শ্রমিক নেতাদের সাথে  সিরাজগঞ্জ পৌরসভার  মেয়রের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২১ আগস্ট)  বিকেলে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, 
 পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী।
    ওই মত বিনিময় সভায় বক্তব্য রাখেন,  সহকারী কমিশনার মঈন উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর নাজমুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান,  আলহাজ্ব কে,এম,হোসেন আলী হাসান, অ্যাড. বিমল কুমার দাস, আলহাজ্ব মোস্তফা কামাল খান, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল বারী তালুকদার, বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মেসবাহুল ইসলাম লিটন, জেলা  মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার, সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী, সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম রব্বানী ডাবলু, ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক নুর ইসলাম মুন্সী, সিরাজগঞ্জ সিএনজি অটোরিক্সা/হিউম্যান হলার মালিক গ্রুপের সভাপতি ফেরদৌস হাসান, অটোরিক্সা মালিক সমিতির সভাপতি ফিরোজ হাসান, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক বাবলু মিয়া প্রমুখ ।

 যানজট নিরশনে সম্মতিক্রমে সিদ্ধান্তÍ সমুহ হলো; সিরাজগঞ্জ পৌর এলাকায় আগামীতে আধুনিক ট্রাক টার্মিনাল নির্মান করা হবে। এর আগে শহরের গোশালা রেলগেইট সড়ক থেকে মালশাপাড়া কবরস্থান পর্যন্ত ব্যস্ততম নিউ ঢাকা রোডের দক্ষিন পাশে ভলগানাইজিং ও ট্রাক মেরামত ওয়ার্কসপসমূহ অন্যত্র সরানোর পদক্ষেপ নেয়া হবে। গোশালা রেলগেইট মোড়ে সওজের জায়গাটিসহ মিরপুর বাস টার্মিনালের কিছু অংশে পূর্বের ন্যায় আপাতত অস্থায়ীভাবে ট্রাক টার্মিনাল হিসেবে ব্যবহার করা যেতে পারে।  শহরের এম এ.মতিন বাস টার্মিনাল নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগিদ দিতে হবে। উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান গড়িমশি করলে বা উক্ত সময়ের মধ্যে ব্যর্থ হলে পৌরসভা থেকে উক্ত প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে। আগামী ডিসেম্বর পর্যন্ত বাজার ষ্টেশন এলাকায় ঢাকা-সিরাজগঞ্জ রুটে কাউন্টার সার্ভিসের দুরপাল্লার বাসের ক্ষেত্রেও বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। টিকিট বিক্রির পর নির্ধারিত যাত্রীর জন্য স্ব স্ব কাউন্টারে শুধুমাত্র একটি করে বাস অপেক্ষা করবে। কোন কাউন্টারেই একের অধিক বাস দাঁড়িয়ে থাকতে পারবে না। ডিসেম্বরের মধ্যে নির্মান কাজ হলে কাউন্টার বাসসমুহ ‘এম এ.মতিন বাস বাস টার্মিনাল থেকে চলাচল করতে হবে। ডিসেম্বরের পর থেকে শহরের কোন স্থানেই অবৈধভাবে বাসে যাত্রী উঠানামা নিষিদ্ধ। স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মানের পর গোশালা রেলগেইট মোড়ে সওজের পরিত্যক্ত স্থানটি বাদেও আশেপাশে রেলবিভাগের সরকারী জায়গায় স্থায়ী সিএনজি অটোরিক্সার স্ট্যান্ড নির্মানের উদ্দ্যোগ নেয়া হবে। শহরের গোশালা ও বাজার ষ্টেশন মুক্তির সোপানের পাশে পৌরসভার নির্ধারিত কোন সিএনজি অটোরিক্সার স্ট্যান্ড নেই। ওই দু’টি স্থানে ২০টির অধিক সিএনজি অটোরিক্সা রাখা যাবে না। অনিয়ন্ত্রিত ব্রেকের কারনে দুর্ঘটনা রোধে শহরে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে, পৌরসভা থেকে লাইসেন্স সংগ্রহ ও প্রতি বছর নবায়ন যোগ্য পৌর শহরে পায়ে ও ব্যাটারি চালিত মাত্র চার হাজার রিক্সা চলাচল করতে পারবে। তবে কোন অবস্থাতেই রিক্সায় শব্দ দুষনযুক্ত হর্ণ ব্যবহার করা যাবে না। রিক্সাসমূহ পূর্বের ন্যায় ক্রিং ক্রিং বেল বাজাতে পারবে। প্রতিটি নির্দেশনা অমান্য বা ব্যত্রয় ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিতে পারবেন বলে সভা শেষে মেয়র জানান।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.