সিরাজগঞ্জে পরিমাপে কম দেওয়ার বিভিন্ন পেট্রোল পাম্পকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ
 সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী’র যৌথ উদ্যোগে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় ভ্রাম্যমাণ  অভিযান পরিচালনা করে পেট্রোল পাম্প ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার (২৩-ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিচালিত অভিযানে পরিমাপে প্রতি ১০লিটারে ৮০০মিঃলিঃ কম থাকায় মেসার্স ট্যাংকলরী সমবায় ফিলিং স্টেশনকে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮” এর আওতায় ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ত্রুটিযুক্ত ডিসপেন্সিং ইউনিট সমূহ তাৎক্ষণিক বন্ধ করা হয়েছে। মেসার্স নোভা এন্টারপ্রাইজকে পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একটি ঘি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিএসটিআই এর গুণগত সনদ না থাকায় “বিএসটিআই আইন ২০১৮” মোতাবেক ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট মঈন উদ্দিন  এবং সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী’র ফিল্ড অফিসার সাখাওয়াত হোসেন ও পরিদর্শক উৎপল কুমার।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.