সিরাজগঞ্জে দুই স্কুল ছাত্রীকে বাল্যবিবাহর হতে রক্ষা করল এসিল্যান্ড ।

আজিজুুুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার   দুই স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। মঙ্গলবার রাতে,  বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়ীয়া গ্রামে দশম শ্রেণীর ছাত্রী মোছাঃ রেশমা খাতুন (১৫) এবং রতনকান্দি ইউনিয়নের ফুলবয়ড়া গ্রামে অষ্টম শ্রেণীর ছাত্রী মোছাঃ লিপি খাতুন (১৪) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়ীয়া গ্রামে সংগীয় ফোর্স নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত। কনে সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়ীয়া আঃ রশিদ এর মেয়ে রেশমা খাতুন (১৫) এর সাথে বর একই উপজেলার একডালা গ্রামের আঃ সাত্তার এর পুত্র রোকনুজ্জামান (২৫) এর বিয়ের আয়োজন চলছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কাজী পালিয়ে যায়। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক। এরপর ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে কনের বাবা আঃ রশিদকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলেকা নেন।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.