সিরাজগঞ্জে এনডিপি’র উদ্যোগে এসিডদগ্ধ সহিংসতা রোধকল্পে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগাম (এনডিপি) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শহীদ নগর বাগবাড়ী  প্রধান কার্যালয়ে, এসিড দগ্ধ সহিংসতা মোকাবেলায় প্রতিরোধ এবং সক্ষমতা তৈরির লক্ষ্যে  স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৩ জানুয়ারি-২০২০) সকাল ১১ টায় এনডিপি’র কনফারেন্স হলে এক মতবিনিময় সভায় এনডিপি’র , এএসএফ এর প্রোগ্রাম পরিচালক  শাহ্ আজাদ ইকবাল এর সভাপতিত্বে   উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এসিড সারভাইভারস ফাউন্ডেশন ( এএসএফ) এর নির্বাহী পরিচালক সরদার জাহাঙ্গীর হোসেন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ এস এফ এর প্রোগ্রাম অফিসার তাহমিনা ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন, ডাঃ তৌহিদ হোসেন,    কানাডায় শিক্ষায়ানরত  সোস্যাল ওয়ার্কিং এডুকেশন ইউনিভার্সিটি’র শিক্ষার্থী বাংলাদেশী বংশোদ্ভূত তানিয়া হাসান। এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জিটিভি ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, বাংলাভিশন টিভি’র জেলা প্রতিনিধি হারুন-অর-রশিদ খান হাসান, যমুনা টিভির জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, এসএ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, ,দৈনিক সিরাজগঞ্জ বার্তা’র সম্পাদক আব্দুল হামিদ খান হীরা, দৈনিক  সকালের সময় এর জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না, দৈনিক সোনালী বার্তা জেলা প্রতিনিধি রফিউল আলম বাবুল তালুকদার,নিউনেশন এর সেলিম,  সিএনএন বাংলা টিভি’র জেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম সহ জেলার  ও উপজেলা’র বেলকুচি, কামারখন্দ, উল্লাপাড়া,শাহজাদপুর  সহ বিভিন্ন মিডিয়ার  কর্তব্য সাংবাদিকগণ  । সাংবাদিকদের মতবিনিময় কালে এসিডদগ্ধদের মধ্যে বক্তব্য রাখেন, জরিনা বেগম, আঙ্গুরী বেগম।   

উক্ত অনুষ্ঠানের প্রকল্পের  সার্বিক বিষয় উপস্থাপন ও ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন করেন, এনডিপির এএসএফ এর কর্মকর্তা  শিলা আক্তার, মুক্ত আলোচনায় বক্তব্যে প্রধান অতিথি   জাহাঙ্গীর হোসেন বলেন,  আগামীতে এসিড সহিংসতা থেকে রক্ষা পেতে  বাংলাদেশের প্রতিটি নারী,শিশু, পুরুষ সচেতনতা বৃদ্ধি করতে হবে। এসিড দগ্ধ  হয়ে   কোনো নারী , শিশু, পুরুষ যেন আক্রান্ত না হয় সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সভা, সেমিনার,  আইনিসহায়তা, কর্মশালা করে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এজন্য সাংবাদিক গনমাধ্যম কর্মীদের আহবান জানান।  অনুষ্ঠান পরিচালনা করেন,  এ এসএফ’ র নূরুনাহার চৌধুরী। সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন, এনডিপি’র ফিল্ড অর্গানাইজার হাফিজুর রহমান। অনুষ্ঠানটি’র আর্থিক সহযোগিতা করেন, মানুষের জন্য ফাউন্ডেশন। বিভিন্ন প্রকার দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্হাপন করেন,  সাংবাদিকদের পক্ষ হতে  হারুন অর-রশীদ খান হাসান, আমিনুল ইসলাম, গোলাম মোস্তফা রুবেল প্রমুখ। অনুষ্ঠানে এসিড দগ্ধ সহিংসতা রোধে  সার্বিক সহযোগিতা’র ও  আশ্বাস প্রদান করা হয়।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.