রায়হান নিখোঁজের প্রায় দুই মাস,সন্ধান পেতে সবার সহযোগিতা চান মা-বাবা

কুড়িগ্রাম:

১৭ অক্টোবর ২০১৯ বাংলাদেশের সবচেয়ে দরিদ্রতম জেলা কুড়িগ্রামের বাসীন্দা রায়হান কবির (১৬) নামের এক কিশোর। প্রায় ২ মাস ধরে নিখোঁজ! এ জেলার প্রায় ৭০ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। তেমনি দারিদ্রসীমার নিচে বসবাস করা এক পরিবারের কলিজার টুকরো রায়হান। সে কুড়িগ্রাম সদর উপজলার ৪নং ঘোগাদহ ইউনিয়নের মরাটারী গ্রামের কৃষক এনামুল হকের ছেলে। গ্রামে তাকে আবু রায়হান নামেও ডাকেন অনেকেই। পার্শ্ববর্তী মরাটারী মহিউচ্ছুন্নত দাখিল মাদ্রাসার নবম শ্রেণির মেধাবী ছাত্র সে।

দীর্ঘদিন সংসারের অভাব অনটন দেখতে দেখতে চলতি বছরের ২২ আগস্ট বিকেলের দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সে। বাবা-মায়ের ভাবনা, হয়তো কোথাও খেলতে গেছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। খেলা শেষে প্রতিদিন বাড়ি ফিরলেও সেদিন ছিলো অজানাতেই। বাড়ি ফেরেনি সেদিন। খােঁজ নিয়ে জানতে পারেন সংসারের অভাব অনটন থেকে মুক্তি পেতে ওই গ্রামের সমবয়সী কয়েকজনের সাথে কাজের সন্ধানে পাড়ি জমিয়েছে রাজধানী ঢাকার উদ্দেশ্যে । কিন্তু সাথে যাওয়া অন্য সবাই ঢাকায় পৌঁছলেও পথিমধ্যেই নিখোঁজ হয়ে যায় রায়হান। পরদিন ২৩ আগস্ট সকালে কমলাপুর রেল স্টেশনে পৌঁছে সঙ্গীরা ঢাকায় অবস্থানরত রায়হানের বড়ভাই আরিফুল ইসলাম মিন্টুকে মোবাইল ফোনে জানায় বিষয়টি। মিন্টু তৎক্ষণাত কমলাপুর রেল স্টেশনে ছুঁটে এসে বিস্তারিত জানতে চাইলে ওর সঙ্গীরা জানায়, কুড়িগ্রাম থেকে কাউনিয়া গিয়ে ট্রেনে করে প্রথমে সান্তাহার রেল স্টেশন পর্যন্ত যায় তারা।

এরপর ট্রেন বদল করে ঢাকাগামী একতা এক্সপ্রেস নামের একটি ট্রেনে ওঠেন। রাত ভারী হওয়ায় তারা সবাই ঘুমিয়ে পড়েছিলো। যমুনা সেতু পর্যন্ত গেলে হঠাৎ একজনের ঘুম ভেঙ্গে যায়। চোখ মেলে সবাইকে দেখতে পেলেও দেখতে পায় না রায়হানকে। পরে সবাইকে ডেকে তুলে খোঁজাখুঁজি করেও রায়হানকে পায়নি তারা। সব কথা শোনার পর কমলাপুর হতে সান্তাহার রেল স্টেশন পর্যন্ত প্রত্যেকটি স্টপেজে ছোটভাইকে খুঁজতে থাকে মিন্টু।

এরপর চলতে থাকে বিভিন্নভাবে খােঁজাখুঁজি। মাইকিং, পোস্টারিং করেও তার কোনো সন্ধান না পেয়ে কুড়িগ্রাম সদর থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেছে রায়হানের পরিবার। ডায়েরি নং-১০৬৩। তারিখ: ২৬.০৮.১৯ খ্রি.। তাই কেউ রায়হানের খোঁজ পেলে নিম্নের মোবাইল নম্বরে যোগাযোগ করতে আকুতি জানিয়েছেন তার অসহায় পরিবার। ০১৭৩৪৬৪১১৯৫ (রায়হানের বাবা) ০১৭২৫৩৩৯৪৭৬ (সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য) ০১৭১৭৯১৩২২৯ (ইউপি চেয়ারম্যান)

***আপনার একটি শেয়ার ছেলেটিকে তার বাবা-মা’র কছে পৌঁছে দিতে পারে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.