নৌকা ডুবে শিশু সহ ২জনের মৃত্যু,বেচে গেল ১১মাসের শিশুসহ ২০জন,পুলিশ সদস্যসহ নিখোঁজ-২জন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি, তৌকির আহাম্মেদ হাসু

যমুনা নদীতে নৌকা ডুবে রেনু (৫০) নামের এক মহিলা এবং পরী(৫) নামে এক শিশু সহ ২জনের মৃত্যু হয়েছে।বেচে গেছেন ১১ মাসের শিশু বরকত উল্লাহ সহ ২০ জন। নিখোজ রয়েছেন পুলিশ সদস্য বিল্লাল হেসেন(২৭)ও জাবেদ তরফদার(৭০)।

বুধবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীর সিমান্তবর্তী কাজীপুর উপজেলার মনছুর নগর ইউনিয়নের চল্লিশ পাড়া এলাকায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও পরিবার পরিজন এবং আত্নীয় স্বজনের মাঝে শোকের মাতম চলছে। স্থানীয় ও নিহতের পরিবার এবং বেচে যাওয়া নৌকার যাত্রী সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের ২৫/২৬ জন নারী পুরুষ ্ধসঢ়;ইঞ্জিন চালিত নৌকা যোগে সরিষাবাড়ী’র সিমান্তবর্তী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের গুদার বাগ চর এলাকার সুরুজ্জামান ভাংগীর পুত্র মতিউর রহমানের বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য এক হাজার টাকায় নৌকা ভাড়া করে আদ্রা চর খেয়া ঘাট থেকে নৌকা দিয়ে গুদার বাগ চরের উদ্দেশ্য রওনা হন। নদী পথের কাজিপুর উপজেলার মনছুর নগর ইউনিয়নের চল্লিশ পাড়া এলাকায় যমুনা নদীর প্রচন্ড ঢেউয়ে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। বেচে যায় সেনা সদস্য বিপ্লব হোসেন বিপুল(২৪) ও সেনা সদস্যর স্ত্রী আখি(২২)। নৌকায় থাকা আলম মিয়া (৪০) জানান, আমি ইঞ্জিন চালিত নৌকা থেকে পানি সেচ দিচ্ছিলাম। হঠাৎ নৌকাটির সামনের দিকে ডুবে যায়। এ সময় আমি নৌকায় থাকা মুডির বস্তা ও কাপড় চোপড়ের ব্যাগ গুলো ফিকে দিতে থাকি। এক পর্যায়ে আমিও ডুবে যাচ্ছিলাম একটি নৌকার তক্তা পেয়ে তা ধরে এলাকায় আমার চাচাত ভাইকে নৌকা ডুবে যাওয়া কথা জানানোর পরই মোবাইলটি হাত থেকে পানিতে পড়ে যায়। আমাদের নৌকা ডুবেছে চিৎকারে কিছু দুরে থাকা ইঞ্জিন চালিত নৌকা এসে পানিতে হাবু ডুবু খাওয়া অবস্থায় আমাদেরকে উদ্ধার করে।এর মধ্যে রেনু বেগম (৫০)ও শিশু পরী(৫) কে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

উদ্ধার হওয়া নৌকার অনান্য যাত্রী রিমন(১৭),আশিক (২৭),পল্লী চিকিৎসক লাঞ্জু মিয়া (৪৫),আলম মিয়া (৪০), সবুর (৫০),দুদু মিয়া (৬৫),সেনা সদস্য বিপ্লব হোসেন বিপুল (২৪), সেনা সদস্য’র স্ত্রী আখি(২২)সানজিদা আক্তার(১৫) (২০),ঊষা(১০),মোস্তাক(৬),উদু(১৫),নাঈম(১০),আনসার আলী(৪৫) মনোয়ারা(৩৮)আছমা খাতুন(২২)মোস্তফা(১১)বরকত উল্লাহ (১১মাস)মমতাজউদ্দিন(৫০)ও তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।গুরুতর অসুস্থদের সরিষাবাড়ী হাসপাতালে বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত রেণু বেগম(৫০) উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের জাবেদ তরফদারের স্ত্রী। শিশু পরী (৫) একই উপজেলার সাতপোয়া
ইউপি’র চর জামিরা পূর্বপাড়া গ্রামের পুলিশের এ এস আই রাসেল মাহমুদের মেয়ে বলে জানা গেছে।কাজীপুর থানার অফিসার ইনচার্জ এস এম লুৎফর রহমান জানান, ডুবে যাওয়া ভঙ্গুর নৌকা উদ্ধার করা হয়েছে। ডুবুরী দল দিয়ে উদ্ধার কার্যক্রম শুরু না করায় নিখোজ দুই ব্যাক্তিকে উদ্ধার করা যায়নি।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.