তাড়াশে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীর নির্যাতন মামলা

তাড়াশ প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে এক পুলিশ কর্মকর্তা স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ এনে আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেছে একভোক্তভূগী স্ত্রী। তাড়াশ থানার আমলী আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল-২ সিরাজগঞ্জ আদালতে মঙ্গলবার মামলাটি দায়ের করেন মোছা: আম্বিয়া খাতুন (৪০)। মামলা নং ২৬৫/১৯, ৯২/১৯ মামলার নথি থেকে জানা যায়,১৯৯৭ সালের ৩০ জুলাই সিরাজগঞ্জ জেলার তাড়াশ সদর বাজারপাড়ার মো: আবুল হোসেনের মেয়ে মোছা: আম্বিয়া খাতুন সঙ্গে একই উপজেলার দিঘীসগুনা গ্রামের মৃত: কোরবান মোল্লার ছেলে মো: সাইদুর রহমাননের সঙ্গে বিয়ে হয়।বর্তমানে তিনি জয়পুরহাট পুলিশ লাইনে রিজার্ভ অফিসে আরওয়াই কর্মরত আছেন। বিবাহের আসরে সাইদুর রহমানের পরিবারের দাবীর মুখে ৫ ভরি স্বর্ণ ১টি মোটর সাইকেল আসবাবপত্রসহ ৩ লক্ষ টাকা যৌতুক স্বরুপ প্রদান করা হয়। এছাড়াও প্রথম স্ত্রী আম্বিয়ার অনুমতি ছাড়াই, সন্তানকে রেখে দ্বিতীয় বিয়ে করেন।বিয়ের কিছুদিন পর থেকে আম্বিয়ার পরিবারকে যৌতুকের চাপ দিতে থাকেন সাইদুর রহমানসহ তার দুই ভাই। মেয়ের সুখের কথা ভেবে আম্বিয়ার বাবা ১ লাখ ৮০ হাজার টাকা দেন।এরপর আরও ৫ লক্ষ টাকার জন্য সাইদুর রহমান প্রায় স্ত্রীকে মারধর করতেন বলে জানিয়ে আম্বিয়া বলেন, তিনি দ্বিতীয় বিয়ে করায় আমার মেয়ে ও আমার প্রতি তার কোন দ্বায়িত নেই, বাধ্য হয়ে আমি আমার বাবার বাসায় থাকি। ইতিপূর্বে জয়পুর হাট পুলিশ কার্যালয়ে অভিযোগ দায়ের করলে ওই অফিস মৌখিকভাবে আমাকে আদালতে আইনের আশ্রয় নিতে বলে। এ নিয়ে বেশ কয়েকবার দেনদরবার করেও নিষ্ফল হলে আদালতে মামলা দায়ের করেছি। বাদীনির আইনজীবী প্রবীর কুমার চন্দ্র কার্তীক জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে আসামি সাইদুর রহমানকে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন। আম্বিয়ার অভিযোগ ভিত্তিহীন বলে মুঠফোনে জয়পুরহাট পুলিশ লাইনে রিজার্ভ অফিসে কর্মরত আরওয়াই সাইদুর রহমান বলেন, সন্তানের কারণে আমি দ্বিতীয় বিবাহ করেছি। বরং আমি এখনও তাদের ভোর প্রসন করছি। এটা আমাদের পারিবারিক সমস্যা। ফায়সালাও হয়ে যাবে তাড়াতাড়ি।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.