গাজিপুরে চৌরাস্তায় সিকিউরিটি নিয়োগের নামে প্রতারণা

আবির হোসাইন শাহিনঃ

দেশের বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে কিন্তু সমানতালে বাড়ছে না চাকরির বাজার।সরকারি চাকুরি তো সোনার হরিন কিন্তু বেসরকারি চাকুরি পাওয়াও যেন সোনার হরিনের থেকে কম নয়।নিরীহ মানুষদের নিয়ে একধনের প্রতারণা করছে নিয়োগ চক্র নানান কৌশলে হাতিয়ে নিচ্ছে টাকা।
গাজীপুর চৌরাস্তার মোড়ে অনেক দালাল দের বসবাস এরা শুধু দালাল নয় এরা সহজ সরল মানুষের অনুভুতি নিয়ে খেলা করে। গ্রামের বেকার ছেলেমেয়েদেরকে চাকরি দেয়ার লোভ দিয়ে তাদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। কিন্তু প্রাথমিকভাবে ওইখানে নেয়ার আগে বলবে এক টাকা লাগবে না। প্রথমে আপনার কাছ থেকে 150 টাকা নেবে তারপরে বলবে ড্রেস কেনার জন্য 25 শো রিক্রুটিং অফিসার দের জন্য 4 হাজার থেকে 15 হাজার টাকার মধ্যে কিন্তু হ্যাঁ সহকারী সুপারভাইজার এবং সুপারভাইজারদের জন্য 45 শত টাকা। বেশ কয়েকজন প্রতারিত যুবকদের সাথে কথা বলে এমন রহস্যময় তথ্য উঠে আসে। কয়েকদিন আগে গাজীপুর রতন চাকরির জন্য গেছিলাম ওরা রতনের কাছ থেকে বিভিন্ন অজুহাতে ১০০০০ টাকা হাতিয়ে নেয়। রতন অভিযোগ করেন টাকা নিছে ভালো কথা কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি কিন্তু পায়নি সে বরং ভ দুই দিন বসে রাখছে বলে কোন চাকরি নাই। আপনাকে দালালি করতে হবে কোম্পানি থেকে একটা সিম দিবে আপনি যেরকম দালালের শিকার হয়েছেন সেরকম আপনাকেও দালালি করে গ্রাম থেকে শহর থেকে আসা সহজ সরল বেকার ছেলে মেয়েদেরকে প্রতারনা ফাদে ফেলতে হবে।

প্রশাসনের নাকের ডগায়ই চলছে এরকম প্রতারনা যেন দেখার কেউ নাই।কয়েকদিন অভিজান চলে সাময়িক বন্ধ থাকলেও একবারে বন্ধ থাকেনা তাদের অপকম।

ভুক্তভোগীদের দাবি তাদের মত কেউ যেন এমন ফাদে পা না দেয়।প্রশাসনের কাছে দাবি জানান অবিলম্বে চাকুরির নিয়োগের নামে প্রহসন করা এমন নামে বেনামে সিকিউরিটি নিয়োগ বানিজ্য বন্ধ করে আইনের আওতায় নিয়ে আনুন।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.