উল্লাপাড়ায় বিল সূর্য্য নদীর পূর্ণখনন কাজ শুরু ফিরে পাবে পুড়ানো যৌবন

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পলি পড়ে ভরাট হয়ে যাওয়া বিল সূর্য নদীর পূর্ণখনন করার কাজ শুরু হয়েছে । উপজেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া বিল সূর্য নদী ভরাট হয়ে যাওয়ায় নৌ-চলাচল বন্ধ হয়ে গিয়ে ছিল । নদীটি পুর্ণখনন হলে ফিরে পাবে পুড়ানো যৌবন । সেই সাথে নৌ-চলাচল পুনরায় শুরু হবে ।

উপজেলা দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর শাখা নদী বিল সূর্য নদী । উল্লাপাড়া পৌর এলাকার ঘাটিনা রেল ব্রীজ সংলগ্ন করতোয়া নদী থেকে কয়ড়া ইউনিয়নের রতনদিয়ার ত্রিমহিনী পর্যন্ত প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ নদীটি নতুন করে খননের জন্য পানি উন্নয়ন বোর্ড প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কালের বির্বতনে নদীটি পলি পড়ে ভরাট হয়ে যায়। ভরাট হয়ে যাওয়ার ফলে বছরের অধিকাংশ সময় পানি শূণ্য থাকতো। নদীটি পূর্ণখনন হওয়ার ফলে উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। স্থানীয়রা জানান, উল্লাপাড়া পৌর শহরের পাশ দিয়ে প্রবাহিত গভীর এই বিল সূর্য নদীটি এক সময় সচল ছিল । পঞ্চাশের দশক থেকে আশির দশক পর্যন্ত এটি দেশের অন্যতম পাট বন্দর হিসেবে পরিচিত ছিল । ওই পাট বন্দর থেকে নদী পথে হাজার হাজার মন পাট নরসিংদী, খুলনা, চাঁদপুর, বাঘাবাড়ি, নারায়নগঞ্জসহ বিভিন্ন জায়গায় পাঠানো হতো । পাট ব্যবসায়ীরা কম খরচে পাট পরিবহনের জন্য তখন ওই নদী পথ ব্যবহার করতো । আর সেই সময়ে পাট ব্যবসায়ীদের কাছে ওই নদীর গুরুত্ব ছিল অপরিসীম । কালের বির্বতনে নদীটি পলি পড়ে ভরাট হয়ে যায় । ফলে প্রায় ২৮ বছর ধরে ওই নদীতে বর্ষার মৌসুমে মাত্র ৩/৪ মাস পানি থাকে । অবশিষ্ট সময় নদীটি থাকে পানি শূণ্য । ফলে এ এলাকার উৎপাদিত ও ক্রয়কৃত পাট ব্যবসায়ীরা সড়ক পথে অধিক খরচে দেশের বিভিন্ন মোকামে পরিবহন করছে ।

এছাড়া এই নদী থেকে পানি সেচ দিয়ে পার্শ্ববর্তী এলাকার চাষীরা একসময় তাদের জমিতে সেচের ব্যবস্থা করতে পারতো। কিন্তু এখন সেটাও বন্ধ হয়ে গেছে। আর এ কারণে এ অঞ্চলের মানুষ নদীটি পূর্ণখননের জন্য স্থানিয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম ও সরকারের প্রতি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। নদীটি পূর্ণখনন হলে আবারও পার্শ্ববর্তী গ্রামগুলোর লোকজন সারাবছর প্রাকৃতিক পানি ব্যবহারের সুযোগ পাবে এবং সেচ দিয়ে ফসল উৎপাদন করতে পারবে । সেই সঙ্গে উল্লাপাড়া পাটবন্দরের ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে নৌকা যোগে পাট পাঠানোর সুযোগ পাবে । সিরাজগঞ্জ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম এর প্রচেষ্টায় অবশেষে নদী খননের কাজ শুরু হয়েছে । উল্লাপাড়া বাসীর দীর্ঘদিনের আশা বাস্তবে রুপ নিতে চলেছে । এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিল্টন হোসেন জানান, বিল সূর্য নদীটি পূর্ণখননের জন্য ঢাকার তাজ ট্রেড লিমিটেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই ঠিকাদার কাজ শুরু করেছেন।

এই নদীটি পূর্ণখননের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৯ কোটি টাকা। এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকতার্ মোঃ আজমল হক জানান, বিল সূর্য নদীটি পূর্ণখনন কাজ শেষ হলে সারাবছর ওই নদীতে পানি থাকবে । ফলে নদীর দুইপাড়ে কৃষকদেরকে গভীর, অগভীর নলকূপ বসিয়ে অল্প খরচে চাষাবাদ করতে পারবে । এ ছাড়াও কৃষকেরা কম খরচে লো লিফট্ পাম্প (এলএলপি) দিয়ে পানি সেচের মাধ্যমে খুব সহজে চাষাবাদ করতে পারবেন । প্রায় সাড়ে ১২ কিলোমিটার নদীর দুইপাড়ের অন্ততঃ ৬ হাজার হেক্টর জমি সাশ্রয়ে চাষাবাদের সুযোগ পাবে কৃষকেরা ।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.